দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মৌসুমী, ফজলুর রহমান বাবু ও প্রাণ রায় অভিনীত সরকারি অনুদানের ছবি ‘ভাঙন’ এর প্রথম লটের শুটিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।
২০১০-২০১১ অর্থ বছরে সরকারি অনুদান নিয়ে ‘হরিজন’ নামে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন মির্জা সাখাওয়াৎ হোসেন। ২০২০-২০২১ অর্থ বছরে আবারও সরকারি অনুদান পান এই নির্মাতা। এবার তিনি নির্মাণ করছেন ‘ভাঙন’ নামে একটি সিনেমা। ইতিমধ্যে শুরু হয়েছে এই সিনেমাটির শুটিং।
সাখাওয়াৎ হোসেন নিজের লেখা ছোট গল্প ‘মোহন গায়েনের বাঁশি’ অবলম্বনে এই চলচ্চিত্রটি নির্মাণ করছেন। ১৩ সেপ্টেম্বর থেকে টানা ৫ দিন তেজগাঁও রেলস্টেশন এবং এর আশপাশের এলাকায় করা হয়েছে শুটিং।
চ্যানেল আই অনলাইনকে এই নির্মাতা বলেছেন, স্টেশনের ছিন্নমূল মানুষদের নিয়েই মূলত ‘ভাঙন’ এর গল্প। তাই শুটিংস্পট হিসেবে বেছে নিয়েছি তেজগাঁও রেলস্টেশনকেই।
প্রথম লটের শুটিংয়ে অংশ নেন চিত্রনায়িকা মৌসুমী, ফজলুর রহমান বাবু, প্রাণ রায়, খলিলুর রহমান কাদেরী, মির্জা আফরীনসহ অনেকেই।
‘ভাঙন’ এর গল্প সম্পর্কে এই নির্মাতা জানিয়েছেন, সিনেমাটিতে চিত্রনায়িকা মৌসুমী চুড়ি বিক্রেতার চরিত্রে অভিনয় করছেন। তাকে ভালোবাসেন গায়েন বাবু। যদিও তাকে সিনেমায় দেখা যাবে বংশীবাদক হিসেবেই। বাঁশি বাজিয়ে বাজিয়ে সে মানুষদের কাছে বাঁশি বিক্রি করে। প্রাণ রায়ও রয়েছেন আরেকটি কেন্দ্রীয় চরিত্রে।
সাখাওয়াৎ হোসেন বলেন, প্রকৃতপক্ষে ভাঙনের গল্পই এখানে মূখ্য। এটা কোনো ভালোবাসার গল্পই নয়, জীবনের গল্প নিয়ে নির্মিত হচ্ছে এই সিনেমা। যে জীবন ছিন্নমূল মানুষরা যাপন করছেন। ভবঘুরে, ফেরিওয়ালা বা স্টেশনে শুয়ে থাকা মানুষের গল্পই হলো ‘ভাঙন’। এখানে অভিজাত কোনো চরিত্রই নেই।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।