দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমানে ১৯ বয়সী জ্যাকুলিন হার্নান্দেজ নামে এক কিশোরী মাত্র ৫ বছর বয়সে অপহরণের শিকার হন। তারপর কেটে গেছে ১৪ বছর। সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের মাকে দেখতে পেয়ে খুঁজে পান।
তারপর মাকে ইনবক্সে মেসেজ পাঠিয়ে নিজেকে তার মেয়ে হিসেবে পরিচয়ও দেন। জানা যায়, এই ধরনের মেসেজ পাওয়ার পর পুলিশের সহায়তা নেন মা এনজেলিকা ভেন্সেস স্যালগ্যাডো। পুলিশের সহায়তায় মেয়ের পরিচয়ও নিশ্চিত হয়েছেন ওই নারী।
অবশেষে মা এবং মেয়ের সাক্ষাৎ ঘটে। এ সপ্তাহে আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো সীমান্তে তারা দেখা করেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লারমন্ট পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে যে, এ মাসের শুরুর দিকে জ্যাকুলিন তার মাকে ফেসবুকে দেখার পর মেসেজ দেন। তিনি মেক্সিকোতে অবস্থান করছেন বলেও তার মাকে জানিয়েছিলেন। ১০ সেপ্টেম্বর মাকে টেক্সাস এবং মেক্সিকোর সীমান্তে দেখা করার জন্যও অনুরোধ করেন।
জানা যায়, ফ্লোরিডা ও টেক্সাসের তদন্ত কর্মকর্তারা জ্যাকুলিনকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত করেছেন যে- জ্যাকুলিনই স্যালগ্যাডোর অপহরণ হওয়া সেই মেয়ে।
বিবৃতিটি ফেসবুকে পোস্ট করা হলে নেটিজেনরা এই ঘটনাকে অবিশ্বাস্য ঘটনা হিসেবে আখ্যা দেন। মা-মেয়েকে মিলিত হতে সহযোগিতার জন্য ক্লারমন্ট পুলিশ বিভাগকে নেটিজেনরা ধন্যবাদও জানিয়েছেন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।