দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকেই সৌন্দর্য চর্চা খুব একটা না করলেও নিয়মিত ভ্রু প্লাক করেন। তবে ভ্রু প্লাক করার সময় ব্যথা লাগার কারণে বেশ ইতস্ততা বোধ করেন। আজ জেনে নিন ব্যথাহীনভাবে ভ্রু প্লাক করার কৌশল।
চেহারায় পরিচ্ছন্নতার আলাদা একটা মাত্রা যোগ করতে প্লাক করা ভ্রুর কোনো জুড়ি নেই। প্লাক করা সুন্দর চোখা ভ্রু পছন্দ করেন প্রায় সব নারীই। তবে পার্লারে গিয়ে থ্রেডিং বা নিজেই চিমটা দিয়ে প্লাক করার সময় ব্যথা সহ্য করতে পারেন না অনেকেই। আজ জেনে নিন একদম ব্যথাহীনভাবে ভ্রু প্লাক করার ছোট্ট এই কৌশলটি। ভ্রু প্লাক করার জন্য আপনার প্রয়োজন হবে গরম পানি ও একটা ছোট্ট হ্যান্ড টাওয়েল।
প্রথমে গরম পানিতে টাওয়েল ভিজিয়ে চিপে নিন। তারপর এই টাওয়েল ভাঁজ করে ভ্রু-র ওপর দিয়ে রাখুন ১ হতে ২ মিনিট। এতে করে আপনার রোমকূপ খুলে যাবে ও ভ্রু প্লাক করতে আর কোনোই অসুবিধা হবে না, খুব একটা ব্যথা লাগবে না। তবে প্লাক করার জন্য নতুন ও সূক্ষ্ম চিমটা ব্যবহার করুন। প্লাক করা শেষ হলেই সঙ্গে সঙ্গে লাগিয়ে নিন কিছুটা অ্যালোভেরা জেল। এভাবে এই নিয়মে ভ্রু প্লাক করলে খুব সহজেই যেমন করতে পারবেন তেমনি ব্যাথামুক্তভাবে করতে পারবেন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।