দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একজন মানুষের চোখ মূলত মনের প্রতিচ্ছবি। সেই চোখের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে তোলার জন্যই ব্যবহার করতে পারেন মাশকারা। আজ মাশকারা ব্যবহারের কিছু নিয়ম জেনে নিন।
একটি জিনিস খেয়াল রাখতে হবে, সবাইকে মাশকারায় কিন্তু ভালো মানায় না। তবে কিছু টিপস মাথায় রাখলে আপনিও একজন পেশাদার বিউটিশিয়ানদের মতো করে মাশকারা ব্যবহার করতে পারবেন।
প্রাইমার ব্যবহার করুন: চোখে মাশকারা দেওয়ার সময় প্রাইমার ব্যবহার করলে চোখের পাপড়ি আরও ঘন মনে হবে। তাছাড়াও এটি মাশকারার জন্য একটি ভালো বেসও তৈরি করবে। তবে খেয়াল রাখতে হবে আগে থেকে প্রাইমার শুকিয়ে নিয়ে তার উপর মাশকারা ব্যবহার করুন।
কার্ল করুন চোখের পাপড়ি: যাদের চোখ ছোট তারা যদি চোখের পাপড়ি কার্ল করে নেন তাহলে পাপড়িকে বেশ লম্বা ও ঘন মনে হবে। হেয়ার ড্রায়ার দিয়ে কার্লারটা হালকা গরম করে নিলে তাহরে বেশিক্ষণ কার্ল হয়ে থাকবে চোখের পাপড়ি।
পাপড়িতে বেবি পাউডার ব্যবহার: খুব পাতলা চোখের পাপড়ি যাদের তারা প্রাইমার দেওয়ার পর অল্প পরিমাণ বেবি পাউডারও চোখে লাগিয়ে নিতে পারেন। তারপর এর ওপর মাশকারাও দিতে পারেন। তাহলে চোখ লাগবে লম্বা।
মাশকারা দিন দুইবার দিন: মাশকারা এক দফা দেওয়ার পর সেটি শুকিয়ে গেলে আরেক দফাও দিতে পারেন। এতে করে মাশকারা অনেকটা ঘন দেখাবে।
মাশকারার দুই রঙ: চোখের পাপড়ি বড় দেখানোর জন্য প্রথমেই বাদামি রঙের মাশকারা ব্যবহার করলে ভালো হয়। এরপর এটা শুকিয়ে গেলে সাধারণ কালো রঙের মাশকারাও ব্যবহার করতে পারেন।
নিয়মিত পাপড়ির যত্ন নিন: প্রতিদিন ঘুমাতে যাওয়ার পূর্বে ব্যবহৃত কোনও মাশকারা ব্রাশ দিয়ে পাপড়িতে আমন্ড অয়েল বা অলিভ অয়েল দিয়ে নিতে পারেন। এতে করে আপপনার চোখের পাপড়ি দেখাবে আরও ঘন ও লম্বা।
চোখের পাপড়ি ব্রাশ করতে চিরুনি ব্যবহার: মাশকারা দেওয়ার পর চোখের পাপড়ি ব্রাশ করে নিতে হবে। কারও কারও চোখের পাপড়ি একটার সঙ্গে আরেকটা লেগে থাকে। ব্রাশ করলে সেই সমস্যাটি আর থাকবে না।
মাশকারা দেওয়ার আগে আইলাইনার ব্যবহার: মাশকারা দেওয়ার আগে আইলাইনার ব্যবহার করলে চোখ দেখতে অনেক বেশি ভরা ভরা মনে হবে। এর সঙ্গে সঙ্গে চোখের ওপর ও নিচের ভেতরের দিকে কাজল পড়িয়ে পাপড়িকে আরও লম্বা বানিয়ে নিতে পারবেন ইচ্ছে করলে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।