দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রচেষ্টা করলে সব কিছুই অর্জন করা সম্ভব, সেই প্রমাণ করলেন আমেরিকার মিশিগােনের এক তরুণী। তিনি বহুবছর চেষ্টার পর সফল হলেন। তিনি জিতলেন ৫ কোটি টাকা!
বছরের পর বছর চেষ্টার পরেও যদি কোনো একটি কাজে সফলতা না আসে, তাহলেও কখনও হাল ছেড়ে দেবেন না। যেমন হাল ছাড়েননি আমেরিকান এক তরুণী। টানা বায়ান্ন সপ্তাহ চেষ্টার পর তিনি পেলেন সফলতা।
লাগাতার একই নম্বরের লটারির টিকিট কাটতেন ওই তরুণী। তবে কোনওবারই পুরস্কার তিনি পেতেন না। অবশেষে তিনি সফল হলেন, পেলেন পুরস্কার। তাও আবার ৫ কোটি টাকা!
আমেরিকার মিশিগানের ওই তরুণীর নাম অবশ্য প্রকাশ করা হয়নি। শুধু জানা গেছে যে, তিনি ওকল্যান্ড কাউন্টির বাসিন্দা। মিশিগান লটারি.কম নামে একটি লটারি সংস্থা থেকে অনলাইনে টিকিট কিনতেন ওই তরুণী।
সংবাদ মাধ্যমকে ওই তরুণী জানিয়েছেন, ‘এক বছর পূর্ব হতে প্রতি সপ্তাহে আমি টিকিট কিনি। প্রতিবারই একই নম্বরের টিকিট কিনি। অনলাইনেই খেলা হয়ে থাকে। এই সপ্তাহে জ্যাকপটে আমার টিকিটের নম্বর দেখে প্রথমে আমি বিশ্বাসই করতে পারিনি। সঙ্গে সঙ্গে ওই ওই লটারি সংস্থায় আমি ফোন করি। ওরা জানিয়েছেন, সত্যিই আমি জ্যাকপট পেয়েছি।’ তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।