দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার মরুর বুকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের পর্দা উঠলো। এই আসরটি ভারতের মাটিতে হওয়ার কথা থাকলেও করোনার কারণে এটি এখন ওমান এবং সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে।
তবে আসরটির আয়োজক থাকছে ভারতীয় ক্রিকেট বোর্ডই (বিসিসিআই)। সর্বশেষ ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়।
২০১৮ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিলো। তবে ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপের জন্য শেষ পর্যন্ত আসরটি বাতিল করা হয়। তারপর ২০২০ সালে অস্ট্রেলিয়ার মাটিতে হওয়ার কথা থাকলেও করোনার কারণে স্থগিত হয়ে যায়। পাঁচ বছর পর মরুর বুকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরটি বসলো।
বিশ্বকাপের শুভ সূচনা হলো টি-টোয়েন্টির রঙে রঙ্গিন মাস্কাটের আল আমেরাত স্টেডিয়াম। চারিদিকে যেনো এক সাজ সাজ রব। বিশ্বকাপের প্রথম দিন আজ (রবিবার) রয়েছে দুটি ম্যাচ। বাংলাদেশ সময় বিকেল ৪টায় স্বাগতিক ওমান এবং পাপুয়া নিউগিনি। অপরদিকে রাত ৮টায় লড়বে বাংলাদেশ এবং স্কটল্যান্ড।
এবারের আসরে মোট ১৬টি দল অংশ নিচ্ছে। বাছাই পর্বের দুটি গ্রুপে রয়েছে ৮টি দল। সুপার টুয়েলভে দু’গ্রুপেই রয়েছে ৮টি দল।
বাছাই পর্বে ‘এ’ গ্রুপে খেলবে শ্রীলংকা, আয়ারল্যান্ড, নামিবিয়া এবং নেদারল্যান্ডস। আর বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ হলো ওমান, পাপুয়া নিউগিনি এবং স্কটল্যান্ড।
সুপার টুয়েলভে গ্রুপ-১ রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ-২ রয়েছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং আফগানিস্তান।
বাছাই পর্বের দু’গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি করে দল সুপার টুয়েলভে খেলার টিকিট পাবেন। যে কারণে মোট ১২ দল নিয়ে অনুষ্ঠিত হবে সুপার টুয়েলভ। আগামী ২৩ অক্টোবর হতে শুরু হবে বিশ্বকাপের মূল পর্ব বা যাকে বলে সুপার টুয়েলভ। ৮ নভেম্বর শেষ হবে সুপার টুয়েলভের সেই লড়াই।
সুপার টুয়েলভের দুই গ্রুপেরই পয়েন্ট টেবিলের সেরা চার দল সেমিফাইনালের টিকিট পাবেন। ১০ এবং ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। প্রথম সেমি ফাইনাল অনুষ্ঠিত হবে আবুধাবিতে, দ্বিতীয়টি অনুষ্ঠিত হবে দুবাইয়ে।
ফাইনাল খেলা হবে ১৪ নভেম্বর দুবাইয়ে। দুই সেমিফাইনালের দুই বিজয়ী দলই ফাইনাল খেলবে। ফাইনালের জন্য রিজার্ভ-ডে’ও রাখা হয়েছে।
বিশ্বকাপের আগের ৬ আসরে সর্বোচ্চ দু’বার চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। একবার করে শিরোপা জিতেছে ভারত, পাকিস্তান, শ্রীলংকা এবং ইংল্যান্ড।
এদিকে রাত ৮টায় বাংলাদেশের খেলা দেখার জন্য অপেক্ষায় আছেন বাংলাদেশের কোটি কোটি দর্শক।
বাংলাদেশ দল :
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসাইন, মোহাম্মদ নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসাইন পাটোয়ারী, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, রুবেল হোসাইন, শরিফুল ইসলাম, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ এবং তাসকিন আহমেদ।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।