দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ম্যাচটি প্রথমে সহজ থাকলেও পরে ম্যাচ কঠিন করেই জিতলো অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয়ের জন্য শেষ ওভার পর্যন্ত খেলতে হয়েছে অসিদের।
দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হারিয়ে আসরে শুভসূচনা করলো আসরের অন্যমত ফেভারিট অস্ট্রেলিয়া।
টসে জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। তারা এতে ফলও পেয়েছে। গতি ও ঘূর্ণিতে সব দিকেই সফল ছিলো অসিরা। যে কারণে ২০ ওভারে দক্ষিণ আফ্রিকা ১১৮ রানের বেশি এগুতেই পারেনি। ব্যর্থ হয়েছেন দলের শীর্ষ সারির অধিকাংশ ব্যাটসম্যান।
অপরদিকে সহজ এই রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই অধিনায়ক অ্যারন ফিঞ্চকে হারায় অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার তিন চার মেরে ভালো শুরু করলেও দুরন্ত এক ক্যাচে ফিরতে হয়েছে তাকে।
সংক্ষিপ্ত স্কোর :
দক্ষিণ আফ্রিকা ১১৮/৯, ২০ ওভার (মার্করাম ৪০, রাবাদা ১৯। স্টার্ক ২/৩২, হেজেলউড ২/১৯, জাম্পা ২/২১)
অস্ট্রেলিয়া ১২১/৫, ১৯.৪ ওভার (স্মিথ ৩৪, স্টয়নিস ২৪। নর্টজে ২/২১)
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।