দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী সময়ের আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া বাগদান করেন গত বছরের ১ মার্চ। সেই খবর আবার প্রকাশ করেন আরও ৪ মাস পর। কিন্তু কেনো এতোদিন পরেও বিচ্ছে করছেন না সেই প্রশ্ন উঠে এসেছে সবার মনে।
নুসরাত ফারিয়ার হবু বরের নাম রনি রিয়াদ রশীদ। প্রায় ৭ বছর প্রেমের পর তারা বাগদান করেন। এদিকে বাগদানের দেড় বছর পার হয়ে গেলেও এখনও বিয়ে করছেন ফারিয়া-রনি। কিন্তু কেনো? জবাব দিয়েছেন নায়িকা নিজেই। তিনি একটি সংবাদ মাধ্যমকে জানালেন, বিয়ে নিয়ে এখন তার কোনো পরিকল্পনা নেই।
গত ২৯ অক্টোবর রাতে একটি ফ্যাশন হাউজের শোরুম উদ্বোধনের সময় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন নুসরাত ফারিয়া। সেখানে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা আপাতত নেই। আপাতত আমি বিয়ে করছি না। দ্যাটস ক্লিয়ার! বিয়ে করার জন্য সবকিছু গুছিয়ে নিতে আরও অন্তত ৬/৭ মাস সময় লাগে। সেই সময় আমার কাছে নেই। করোনা মহামারির জন্য দুই বছরের মতো পিছিয়ে গেছি। মহামারি কাটিয়ে আবার সব কাজ শুরু হচ্ছে। তাই আপাতত বিয়ে করছি না।’
বর্তমান ব্যস্ততা নিয়ে নুসরাত ফারিয়া বলেন, ‘এই মুহূর্তে আমার হাতে অনেক কাজ। অনেকগুলো স্ক্রিপ্ট হাতে রয়েছে। ওটিটি-সিনেমা এসব নিয়েই সামনে ব্যস্ত থাকতে হবে।’
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’। যেখানে তরুণ শেখ হাসিনার ভূমিকায় অভিনয় করছেন নুসরাত ফারিয়া। এই নভেম্বরে এই সিনেমার বাকি অংশের শুটিং হবে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।