দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সৌদি আরব চালু করতে যাচ্ছে বিশ্বের প্রথম ‘উড়ন্ত জাদুঘর’ । ৪ নভেম্বর প্রত্নতাত্ত্বিক শহর আল উলায় এটি উদ্বোধন করা হয়।
উড়ন্ত জাদুঘরে আল উলা শহরে খনন করে সংগৃহীত প্রত্নতত্ত্বের নমুনালিপি দর্শকরা দেখতে পারবেন। সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ এই তথ্য দিয়েছে।
খবরে বলা হয়েছে, এই জাদুঘরটি রয়্যাল কমিশন ফর আলউলা এবং সৌদির রাষ্ট্রীয় পতাকাবাহী সৌদিয়া এয়ারলাইনসের এটি একটি যৌথ সহযোগিতামূলক প্রকল্প। প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে আলউলায় আবিষ্কৃত নিদর্শনগুলোর প্রতিরূপের (রেপ্লিকা) সংগ্রহ প্রদর্শিত হবে এই উড়ন্ত জাদুঘরটিতে।
জাদুঘর পরিদর্শনের জন্য উড়োজাহাজে ওঠা যাত্রীরা ‘আর্কিটেক্টস অব এনসিয়েন্ট অ্যারাবিয়া’ নামে ডিসকভারি চ্যানেলের তথ্যচিত্রও দেখতে পারবেন।
এই বিষয়ে কমিশনের প্রত্নতত্ত্ব এবং সাংস্কৃতিক ঐতিহ্য গবেষণার প্রধান রেবেকা ফুটি বলেছেন, আলউলা হলো আরব পেনিনসুলার এক গুপ্তধন। ধীরে ধীরে তারা এই রহস্য আবিষ্কার করছেন। উড়ন্ত এই জাদুঘরটির মূল লক্ষ্যই হলো আলউলার ঐতিহ্য তুলে ধরা ও আলউলাকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে প্রচার করা।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।