দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০১৯ সালে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বায়ু দূষণের কারণে ৩ লাখের বেশি মানুষ মারা গেছে। নতুন এক রিপোর্টে এমন তথ্য উঠে এসেছে।
ওই রিপোর্টে বলা হয়, বায়ুর সঙ্গে নানা ধরনের অতিক্ষুদ্র কণা মেশার কারণে ইউরোপের বায়ু সেখানকার মানুষের জন্য প্রাণঘাতী হয়ে উঠছে।
গত সোমবার ইউরোপীয় ইউনিয়নের পরিবেশ বিষয়ক তথ্য প্রদানকারী স্বাধীন সংস্থা ‘ইউরোপীয় এনভায়রনমেন্ট এজেন্সি’এই রিপোর্টটি প্রকাশ করে।
রিপোর্টে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বায়ুদূষণের গ্রহণযোগ্যমাত্রা সম্পর্কিত যে দিকনির্দেশনাটি দিয়েছিল তা মেনে চলার বিষয়ে যদি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো সবাই এক মত হতো তাহলে এই মৃত্যুর শতকরা ৫৮ ভাগ এড়ানো সম্ভব হতো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিক নির্দেশনা অনুযায়ী- প্রতি ঘনমিটার বায়ুতে সর্বোচ্চ ৫ মাইক্রোগ্রাম দূষণ থাকা সহনীয়।
অপরদিকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে জার্মানিতে বায়ু দূষণে মৃত্যুর হার সবথেকে বেশি। এক বছরে সেখানে বায়ু দূষণের কারণে অকালে মৃত্যুবরণ করে ৫৩ হাজার ৮০০ মানুষ। তারপরেই রয়েছে ফ্রান্সের অবস্থান। দেশটিতে বায়ু দূষণের কারণে অকালে মৃত্যু হয়েছে ৪৯ হাজার ৯০০ মানুষের।
আর বায়ু দূষণে মৃত্যু হারের দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইতালি। স্পেন রয়েছে চতুর্থ অবস্থানে। ইতালিতে এক বছরে মারা গেছে ২৯ হাজার ৮০০ ওএবং স্পেনে মারা গেছে অন্তত ৩০ হাজার ৩০০ মানুষ। কিন্তু জনসংখ্যার মাথাপিছু হারে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন পোল্যান্ডে। সেখানে বায়ুদূষণে মাত্র এক বছরে মারা গেছেন ৩৯ হাজার ৩০০।
উল্লেখ্য, ২০১৮ সালে বায়ু দূষণের কারণে ইউরোপীয় ইউনিয়নে মারা যায় ৩ লাখ ৪৬ হাজার মানুষ।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।