দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি ইএমআই এ কোনো পণ্য কিনতে হলে ক্রেডিট কার্ডের প্রয়োজন পড়ে। তবে এবার ক্রেডিট কার্ড ছাড়াই ইএমআইতে নেওয়া যাবে যে কোনো স্মার্টফোন!
ক্রেডিট কার্ড ছাড়া ইএমআইতে যে কোন স্মার্টফোন কেনার সুবিধা দিচ্ছে অনলাইন শপ সেলেক্সট্রা।আইপিডিসি ইজি’র সহযোগিতায় যে কোনও স্মার্টফোনেই ইএমআই অফার দিচ্ছে এই প্রতিষ্ঠানটি।
সেলেক্সট্রা জানিয়েছে, নির্দিষ্ট কিছু শর্ত মেনে কোনও সুদ ছাড়াই যে কোনও মডেলের হ্যান্ডসেটেই এই কিস্তির সুবিধাটি নেওয়া যাবে। ১০ শতাংশ ডাউনপেমেন্ট পরিশোধ করে বাকি অর্থ সর্বোচ্চ ১৮ মাসে সমান কিস্তিতে পরিশোধ করা যাবে। এর জন্য কোনও রকম ক্রেডিট কার্ড লাগবে না।
জানানো হয়েছে, এই অফারটিতে স্মার্টফোন কিনতে চাইলে গ্রাহককে প্রথমেই সেলেক্সট্রার সাইটে পছন্দের যে কোনো ব্র্যান্ডের স্মার্টফোন সিলেক্ট করতে হবে। তারপর ‘বাই নাও’ অপশনে গিয়ে ঠিকানাসহ সব তথ্য দেওয়ার পরই পেমেন্ট অপশন থেকে “আইপিডিসি ইজি (ক্যাশ ইএমআই)” সিলেক্ট করতে হবে।
তারপর আইপিডিসি’র শর্তের সঙ্গে সম্মত হলেই অর্ডারটি প্লেস করলে নির্দিষ্ট সময়ের মধ্যে পেয়ে যাবেন কাঙ্খিত স্মার্টফোনটি। বিস্তারিত জানা যাবে https://www.salextra.com.bd এই ঠিকানায় ঢুকে৷
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।