দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ মাইকেল জ্যাকসন মানেই এক ভিন্ন উম্মাদনা, আর সেখানে যদি যুক্ত হয় জাস্টিন বিবার – তবে তা অবশ্যই ভক্তদের মাঝে তৈরি করবে চরম উদ্দীপনার। সম্প্রতি মাইকেল জ্যাকসনের মৃত্যুর আগে তার সুর করে যাওয়া একটি গানের সাথে কন্ঠ দেয়া জাস্টিন বিবারের গান ইন্টারনেটে লিক হয়ে গিয়েছে।
লিক হওয়া গানটি ত ১৬ আগস্ট ক্যাপিটাল এফএম এ প্রথম প্রচার হয়। প্রথমে গানটি পাওয়া যায় অনলাইনে, এরপর বিবার তার অফিশিয়াল টুইট বার্তায় জানায় গানটি তার গাওয়া এবং এখানে উল্লেখযোগ্য কিছু ঘটতে যাচ্ছে। মাইকেল জ্যাকসন বারে (মদ খাবার জায়গা) বসে আছেন, তবে এবার তিনি গান গাইতে নয়, শুনতে এসেছেন।
জাস্টিন বিবারের আরও খবরের মাঝে উল্লেখযোগ্য আরেকটি খবর হচ্ছে তিনি তার এক ক্ষুদে ভক্তের বিয়ের প্রস্তাব গ্রহন করে তাকে রিং (আংটি) পরিয়ে দেন এবং তার সেই ছোট্ট ভক্তকে কিস করেন। উল্লেখ্য, জাস্টিন যে শিশুকে কিস করেন তাঁর নাম আনালিসা ব্রাউন। শিশুটির বয়স ৮ বছর এবং সে লিভারে জটিল রোগে আক্রান্ত।
সূত্রঃ এন্টারটেইনমেন্ট টুইস