The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

গ্যব্বি উইলিয়ামসঃ যে ছোট্ট কন্যা শিশুর বয়স বাড়েনা!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক॥ আজ আপনাদের জানাবো এমন এক শিশুর কথা যার বয়স এখন ৮ বছর কিন্তু ওজন মাত্র ৫ কেজি! তাকে দেখলে যে কোন মানুষের মনে হবে এ বুঝি এক সদ্য জন্ম নেয়া শিশু! শিশুটির নাম গ্যব্বি উইলিয়ামস, সে এক দুরারোগ্য ব্যাধিতে ভুগছে।


image-3-for-telly-your-life-22-04-11-gallery-879835288-123918

সোনালী চুলের গ্যব্বি উইলিয়ামস জন্ম নেয় ২০০৪ সালে সে এমন এক আশ্চর্য রোগে ভুগছেন যা খুবি দুর্লভ! পৃথিবীর ইতিহাসে গ্যব্বি উইলিয়ামসের মত এমন রোগী আগে কেবল দুইজন পাওয়া গিয়েছে। এখনো তাকে দেখে মনে হয় সে সদ্য জন্মনেয়া এক শিশু! তাকে ৮ বছর বয়সেও তাঁর বাবা মাকে ডাইপার পরিবর্তন করে দিতে হয়, সময় করে খাবার খাওয়াতে হয়, বেবি স্ট্রেচারের করে বাইরে নিয়ে যেতে হয়।

যখন অসুস্থ গ্যব্বি উইলিয়ামসের ছোট দুই ভাইবোন সমস্ত বাড়ি জুড়ে খেলে বেড়ায় তখন গ্যব্বি উইলিয়ামস তাঁর মায়ের কোলে ছোট্ট শিশুর মত শুয়ে সময় কাটায়। এমন কি তাঁর ছোট বোন যে কিনা মাত্র কয়েক মাস আগে জন্ম নিয়েছে সে ইতোমধ্যে গ্যব্বি উইলিয়ামসের মত দেখতে হয়ে গেছে অথছ গ্যব্বি উইলিয়ামস এখনো সেই ছোট্ট শিশুর মত রয়ে গিয়েছে।

image-2-for-telly-your-life-22-04-11-gallery-105207685-123917

গ্যব্বির মা বলেন, “গ্যব্বি উইলিয়ামস যখন জন্ম নেয় তখন সে এতই ছোট ছিল যে সে নিজে মায়ের দুধ পান করতে পারতোনা, তাকে বিশেষ শিশু কেয়ার ইউনিটে রাখা হয়েছিল। দীর্ঘদিন তাকে হাসপাতালে রাখার পর আমরা সিদ্ধান্ত নি তাকে বাসায় নিয়ে আসার। আমরা তাকে দুধ খাওয়ানর চেষ্টা করি সে ধীরে ধীরে হালকা দুধ খেতে শিখে। তবে গ্যব্বি উইলিয়ামসের বিষয়ে ডাক্তাররা বলেছিল সে কোন এক অজানা রোগে আক্রান্ত তাকে বেশী দিন বাঁচানো যাবেনা। প্রথম দিকে আমি এবং গ্যব্বির বাবা ভেবেছিলাম এটি কেবল তাঁর দুধ পানের সমস্যা ধীরে ধীরে সে সুস্থ হয়ে যাবে। তাকে নিয়ে আমরা আশাবাদী ছিলাম। গ্যব্বি উইলিয়ামসের বয়স এখন ৮ বছর জানিনা সে এভাবে কতদিন থাকবে।“

গ্যব্বি উইলিয়ামসের মা মেরী বলেন, ”গ্যব্বি উইলিয়ামস যখন সদ্য জন্ম নেয় তখন ডাক্তার জানায় গ্যব্বি চোখে দেখেনা তাঁর ওজন অনেক কম তাকে বেশী বেশী পুষ্টিকর খাবার দিতে হবে। আমরা তাকে নানান রকম পুষ্টিকর খাবার দেয়ার চেষ্টা করি কিন্তু সে সব খেতে পারতোনা।“

ডাক্তার গ্যব্বি উইলিয়ামসের নানান রকম ক্রোমোজোম পরীক্ষা করার পরও কোন রোগ ধরতে পারেননি।

image-1-for-telly-your-life-22-04-11-gallery-880486648

গ্যব্বি উইলিয়ামসের বাবা-মা বলেন” তাঁর জন্মের পর প্রথম বছর আমরা ভীষণ উৎকণ্ঠায় ছিলাম কারণ এসময় ডাক্তাররা আমাদের কোনোরূপ পরামর্শ দিতে পারেননি, তারা গ্যব্বির রোগ সম্বন্ধে কোন ধারণা পাচ্ছিলেন না।“

গ্যব্বি উইলিয়ামস যখন এক বছর পার করল তখন তাঁর ওজন একটু বাড়ল এতে ডাক্তার জানায় এটা ভালো লক্ষণ আশা করা যায় সে সুস্থ হয়ে উঠবে। কিন্তু পরবর্তীতে দেখা যায় গ্যব্বির বিপাক ক্রিয়াতেও সমস্যা ফলে সে অনেক খাবার হজম করতে পারেনা। ফলে গ্যব্বি উইলিয়ামসের বৃদ্ধি সেই আগের মতই রয়ে গেল।

97361303581896206

এখন গ্যব্বির বয়স ৮ বছর এর মাঝে গ্যব্বির একটি বোনের জন্ম হয়েছে, গ্যব্বির পরিবার যখন বাইরে বেড়াতে যায় তখন তারা একসাথে একজোড়া বেবি স্ট্রেচার ব্যবহার করে এক দিকে ছোট্ট গ্যব্বি থাকে অন্য দিকে তাঁর ছোট্ট বোন।

4dd16ea439c1e.preview-300

গ্যব্বি উইলিয়ামসকে নিয়ে তাঁর মা বাবার আগে অনেক মন খারাপ লাগলেও এখন তারা গ্যব্বি উইলিয়ামসকে নিজেদের জন্য আশীর্বাদ মনে করেন। তারা স্ব-পরিবারে গ্যব্বি উইলিয়ামসকে নিয়ে সুখে আছেন। গ্যব্বি উইলিয়ামস সব সময় এমন ছোট শিশুর  মতোই থাকবে তারা এই বিষয়টির সাথে খাপ খাইয়ে নিয়েছেন।

গ্যব্বি উইলিয়ামসকে দেখুন নিচের ভিডিওতেঃ

http://www.youtube.com/watch?v=2oyKgLSnh4E

সূত্রঃ মিরর নিউজ

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali