দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ, অনিয়ন্ত্রিত জীবনাচার ও অতি উচ্চাকাঙ্ক্ষা কম বয়সীদেরও মস্তিষ্কে রক্তক্ষরণের ঝুঁকি বাড়িয়ে দেয়। নয়াদিল্লির একদল চিকিৎসক দীর্ঘ গবেষণা শেষে এেই কথা বলেছেন।
ভারতের সফদরজং হাসপাতালের নিউরোসার্জারির প্রফেসর ডা. কেবি শংকর বলেন, পরিণত বয়সে সাধারণত তাদেরই স্ট্রোক বা মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটে, যারা উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসে ভোগেন। কিন্তু আজকাল মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে ২০ থেকে ৩০ বছর বয়সে। এমন অল্পবয়সী রোগীর সংখ্যা দিনকে দিন বাড়ছে। এর অন্যতম কারণ তরুণ প্রজন্মের অনিয়মতান্ত্রিক জীবনাচার।
এক সাক্ষাৎকারে ডা. শংকর বলেন, ভারতে প্রতি লাখ মানুষের মধ্যে একশ’ থেকে দেড়শ’ স্ট্রোকের রোগী দেখা যায়। তাদের মধ্যে ১০ থেকে ২০ শতাংশ রোগী দেখা যায় অল্প বয়সের- অর্থাৎ এদের বয়স ৩০ বছরের নিচে।
শংকর বলেন, তারা গবেষণায় দেখেছেন, অতিরিক্ত মানসিক চাপ, মাত্রাতিরিক্ত কাজের চাপ, সব কিছুতেই অতি প্রতিযোগিতা, অনিয়মতান্ত্রিক কাজের ধরন, সুনিদ্রার অভাব, অস্বাস্থ্যকর ও অসময়ে খাবার গ্রহণ, ব্যায়াম না করা এবং জিনগত সমস্যার কারণে অল্প বয়সেই অনেকে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। তিনি বলেন, এ ব্যাপারগুলোই মানুষের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার মূল কারণ এবং সবশেষে মস্তিষ্কে রক্তক্ষরণ।
এ বিষয়ে এক আলাপচারিতায় নয়াদিল্লির এআইআইএমএস হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. ভবানি শংকর বলেন, ওষুধ কিংবা ব্যায়ামসহ জীবনাচার পরিবর্তনের মাধ্যমে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে পারলে অনেক ক্ষেত্রে ব্রেন স্ট্রোক এড়ানো সম্ভব হয়। সূত্র : জিনিউজ অনলাইন।