দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছবিতে আপনারা যেটি দেখতে পাচ্ছেন সেটি একটা বাস, একটা ট্রেন ও একইসাথে ডিএমভি (ডুয়াল মোড ভেহিকল) বিশ্বের প্রথম ডুয়াল-মোড গাড়ি এটি!
এই গাড়িটি সড়ক ও রেলপথে সমানভাবে চলতে পারবে। গত শনিবার জাপানের তোকুশিমা প্রিফেকচারের কাইয়ো শহরে এর সর্বজনীন প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
এই ডিএমভি বাস দেখতে অনেকটা মিনিবাসের মতোই। রাস্তায় সাধারণ রাবারের টায়ারেও চলে, কিন্তু যখন ইন্টারচেঞ্জে পৌঁছায়, তখন ইস্পাতের চাকা গাড়ির নিচের অংশ থেকে রেল ট্র্যাকের উপর নেমে এসে একে ট্রেনের ক্যারেজে পরিণত করে ফেলে। তখন ট্রেনের চাকা সামনের টায়ারগুলোকে ট্র্যাক থেকে তুলে দেয়। পেছনের চাকাগুলো ডিএমভি’কে রেলপথে নিয়ে যাওয়ার জন্য নিচে থাকে।
জানা গেছে, আসা কোস্ট রেলওয়ে কোম্পানী এই ডিএমভি-র প্রস্তুতকারক। কোম্পানিটির সিইও শিগেকি মিউরা জানিয়েছেন, এসব যানবাহন কাইয়োর মতো ছোট শহরের বার্ধক্য ও সঙ্কুচিত জনসংখ্যার জন্য সহায়কও হতে পারে। যেখানে স্থানীয় পরিবহন সংস্থা লাভের জন্য লড়াই করে যাচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে, এটি স্থানীয়দের কাছে পৌঁছাতে পারে (বাস হিসাবে) ও তাদের রেলওয়েতেও নিয়ে যেতে পারে এটি।
জানা গেছে, সর্বোচ্চ ২১ জন যাত্রী বহনে সক্ষম এই গাড়িগুলো রেল ট্র্যাকে ৬০ কি.মি/ঘণ্টা ও পাবলিক রাস্তায় প্রায় ১০০কি.মি/ঘণ্টা গতিতে চলতে পারবে। ডিজেল চালিত এইসব ডিএমভি বিভিন্ন রঙে বাজারে আসবে।
জানানো হয়েছে, প্রাথমিকভাবে দক্ষিণ জাপানের শিকোকু দ্বীপের উপকূলের কিছু অংশে চলাচল করবে এই বাস এবং বেশ কয়েকটি ছোট শহরকেও সংযুক্ত করবে। এর মাধ্যমে যাত্রীরা সমুদ্রতীরবর্তী আকর্ষণীয় দৃশ্যও উপভোগ করতে পারবেন। তথ্যসূত্র: ইত্তেফাক।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।