দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এমন দৃশ্য সব সময় চোখে পড়ে না। চোখে পড়েছে দীর্ঘ ২১ বছর পর- অক্টোপাসের ‘নৃত্য’! যা দেখে সবাই বিস্মিত।
অস্ট্রেলিয়ার জীববিজ্ঞানী জেসিন্তা শাকলেটন গত সপ্তাহে অস্ট্রেলিয়ার প্রবাল দ্বীপ লেডি এলিয়টের উপকূলে দেখতে পেয়েছেন রঙিন এক অক্টোপাসের। সর্বশেষ ২১ বছর আগে অস্ট্রেলিয়ার মিউজিয়াম ভিক্টোরিয়ার সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণীবিষয়ক জ্যেষ্ঠ কিউরেটর জুলিয়ান ফিন এই প্রজাতির একটি পুরুষ অক্টোপাস দেখেন।
জানা গেছে, সমুদ্রের একেবারে পানির নিচে অক্টোপাসটি নেচে বেড়াচ্ছিল।
জীববিজ্ঞানী জেসিন্তা বলেন, প্রথম যখন এটিকে আমি দেখি, ভেবেছিলাম এটি হয়তো পাখনাযুক্ত কোনো সামুদ্রিক মাছ হবে। তবে এর কাছাকাছি যাওয়ার পর আমি বুঝতে পারলাম এটি নারী ব্লাঙ্কেট অক্টোপাস। মনে হচ্ছিল যে, এটি পানির নিচের দিকে নাচছে। এর প্রাণবন্ত রঙের ছটা এতোটাই অবিশ্বাস্য, আপনি এটি থেকে চোখ সরিয়ে নিতেই পারবেন না।
ইতিপূর্বে ওই এলাকায় মাত্র ৩ বার ব্লাঙ্কেট অক্টোপাস দেখা পাওয়া যায়। সচরাচর এই প্রজাতির অক্টোপাস দেখা যায় না কখনও।
উল্লেখ্য, সর্বশেষ ২১ বছর পূর্বে অস্ট্রেলিয়ার মিউজিয়াম ভিক্টোরিয়ার সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণীবিষয়ক জ্যেষ্ঠ কিউরেটর জুলিয়ান ফিন এই প্রজাতির একটি পুরুষ অক্টোপাস দেখেন। তার ধারণা মতে, একটি নারী ব্লাঙ্কেট অক্টোপাস যার দৈর্ঘ্যে ২ সেন্টিমিটার লম্বা হয়। পুরুষ অক্টোপাস আড়াই সেন্টিমিটারের কাছাকাছি পর্যন্ত লম্বা হয়ে থাকে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।