দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস ইনকরপোরেশনের গবেষকরা ‘বিশ্বের সবচেয়ে দ্রুততম এআই সুপার কম্পিউটার’ তৈরি করছে।
২৪ জানুয়ারি একটি পোস্টের মাধ্যমে এমনটিই জানিয়েছেন ফেসবুক তথা মেটার প্রধান মার্ক জুকারবার্গ। চলতি বছরের মাঝামাঝি সময় এটি পুরোপুরি তৈরি হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।
জুকারবার্গ জানিয়েছেন যে, ‘আমদের মতে এটি বিশ্বের দ্রুততম কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক সুপার কম্পিউটার হতে যাচ্ছে। এআই রিসার্চ সুপারক্লাস্টার কিংবা সংক্ষেপে আরএসসি নাম দেওয়া হয়েছে এটিকে’।
এআই রিসার্চ সুপারক্লাস্টার (আরএসসি) আগামী দিনে ট্রিলিয়ন প্যারামিটার-সহ নিউরাল নেটওয়ার্কের সঙ্গে কাজ করবে বলে জানানো হয়। নিউরাল নেটওয়ার্ক মডেলের প্যারামিটারের সংখ্যা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। উদাহরণস্বরূপ, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসর জিপিটি-৩-এ ১৭৫ বিলিয়ন প্যারামিটারও রয়েছে। এই ধরনের অত্যাধুনিক এআই সময়ের সঙ্গে বাড়বে বলেও মনে করা হচ্ছে।
আরএসসি মেটাকে নতুন নিউরাল নেটওয়ার্ক তৈরি করতেও সাহায্য করবে। যার মাধ্যমে এক বৃহৎ গোষ্ঠীর ব্যবহারকারীদের জন্য রিয়েল-টাইম ভয়েস অনুবাদ করা সম্ভব হবে। মেটাভার্সে যেখানে এআই-চালিত অ্যাপ্লিকেশন ও অন্যান্য পরিষেবার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সোশ্যাল মিডিয়ার ব্যবসা বর্তমানে এক ইতিহাস। ভবিষ্যতে জুকারবার্গের লক্ষ্যই হলো মেটাভার্স। ‘মেটা’ শব্দের ইংরাজি অনুবাদ করলে Beyond বলা যায়। অর্থাৎ আমাদের এই জগতের বাইরে একটি দ্বিতীয় বিশ্ব তৈরি করাই মেটার মূল লক্ষ্য। সেই ভার্চুয়াল জগতের মাধ্যমেই আগামী দিনে বিনোদন থেকে কাজ, সবই হবে, ধারণা করছেন বিশেষজ্ঞরা। সেই বাজার আগে থেকেই ধরতে চাইছে মেটা। ঠিক সেই কারণেই গত বছর মূল সংস্থার নাম ফেসবুক থেকে বদলে ফেলে ‘মেটা’ রাখেন এর কর্ণধার মার্ক জুকারবার্গ।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।