দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চ্যানেল আই সমকালীন দারুণসব ঘটনা নিয়ে নিত্য নতুন নাটক উপহার দিচ্ছে। আবারও চমক নিয়ে আসছে চ্যানেলটি। চ্যানেল আইয়ে দেখা যাবে ২৬ পর্বের ধারাবাহিক নাটক ‘হৈ চৈ পরিবার’।
বুধবার (২৬ জানুয়ারি) থেকে চ্যানেল আইয়ে প্রচারিত হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘হৈ চৈ পরিবার’। মারুফ রেহমানের রচনায় নাটকটি পরিচালনা করছেন মাহমুদুর রহমান হিমি।
তারকা বহুল নাটকটি নিয়ে উচ্ছ্বসিত নির্মাতাসহ এর সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সকলেই। প্রযোজনা সূত্রে জানা যায়, ‘হৈ চৈ পরিবার’ নাটকটি ২৬ জানুয়ারি হতে প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে।
২৬ পর্বের এই নাটকে অভিনয় করছেন আবুল হায়াত, ফারুক আহমেদ, মিশু সাব্বির, শেহতাজ, সুমন পাটোয়ারী, মায়মুনা মম, মিলি মুন্সী, রোদশি সিদ্দিকা, সায়মা স্মৃতি, ললনা, রিমু রেজা খন্দকার, হিমে হাফিজ প্রমুখ ।
নাটকের গল্পে দেখা রয়েছে: আনোয়ার সাহেব অবসরপ্রাপ্ত একজন সরকারী কর্মকর্তা। হৈ চৈ পরিবারের কর্ণধার তিনি, তার দুই ছেলে। মকবুল ও মোতালেব। বড় ছেলে বিবাহিত, ছোট ছেলে অবিবাহিত। আনোয়ার সাহেব-এর ধারণা তার দুই ছেলে গাধা। একটা বড় গাধা অপরটা ছোট গাধা। ইদ্রিস একজন ধুরন্দর গ্রাম্য লোক। সম্পর্কে আনোয়ার সাহেবের চাচাতো ভাই। ইদ্রিস এর রাজনৈতিক প্রতিহিংসারই শিকার তার মেয়ে নিপা। বড় একটি দুর্ঘটনার পরও সে ভেঙে পড়েনি কখনও। মনের ভেতর কষ্ট রয়েছে- তবে ঘুরে দাঁড়াতে চায়।
এরকম একটি পরিবারের নানা স্তরের গল্প দারুণভাবে উঠে এসেছে পুরো নাটকটিতে। তথ্যসূত্র: চ্যানেল আই।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।