দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আকাশে ঝাঁক বেঁধে উড়ে যাচ্ছিল কয়েক হাজার পাখি। হঠাৎ করেই একে একে তারা আছড়ে পড়তে লাগলো মাটিতে! এমনিভাবে একঝাঁক পাখির উড়ন্ত অবস্থায় রহস্যময় মৃত্যু নিয়ে শোরগোল পড়ে গেছে!
সামান্য কিছু পাখি পতন সামলে কোনো মতে উড়ে গেলেও, কয়েক সেকেণ্ড পরে দেখা গেলো কয়েকশ পাখির প্রাণহীন দেহ পড়ে রয়েছে শহরের রাস্তায়, আশেপাশের বাড়ির ছাদে। বিবিসি সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে।
মেক্সিকোর চিহুয়াহুয়া শহরে সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে। ওই ঘটনার লোমহর্ষক সিসিটিভি ফুটেজও ভাইরাল হয়েছে। তবে কীভাবে হঠাৎ এতোগুলো পাখির মৃত্যু ঘটলো তা এখনও জানা যায়নি।
স্থানীয় পুলিশ জানিয়েছে, সকাল সোয়া ৮টার দিকে ফোনে তারা এই ঘটনার খবর পান। স্থানীয়রা পুলিশকে ফোন করে হলুদ মুখ এবং কালো রঙের একঝাঁক পাখির মৃত্যুর কথা জানিয়েছে।
ভিডিও ফুটেজের শেষে দিকে দেখা যায় যে, অসংখ্য পাখির নিথর শরীর পড়ে রয়েছে শহরের রাস্তায়, ফুটপাথে, আশেপাশের বাড়ির ছাদেও।
স্থানীয় কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে পাখিদের মৃত্যুর কারণ উদঘাটন করতে পারেননি। কেনো এভাবে এতোগুলো পাখির মর্মান্তিক মৃত্যু ঘটলো তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানারকম গুজব ছড়িয়েছে। ফাইভজি মোবাইল নেটওয়ার্ককেই পাখিদের মৃত্যুর কারণ হিসেবে মনে করছেন অনেকেই।
তবে মেক্সিকোর একটি সংবাদপত্রের এক প্রতিবেদনে বলা হয়, হিটার কিংবা এই ধরনের কোনো বৈদ্যুতিক যন্ত্রের তারের সংস্পর্ষে এসে শক লাগায় পাখিদের মৃত্যু ঘটতে পারে।
মার্কিন সংবাদমাধ্যম ইউএস টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, শহরের লাগামহীন দূষণই প্রাণ কেড়েছে পাখিদের।
তবে এই বিষয়ে ইউকে সেন্টার ফর ইকোলজি অ্যান্ড হাইড্রোলজির পরিবেশবিদ ড. রিচার্ড ব্রাউটন বলেছেন অন্য কথা। একটি সংবাদ মাধ্যমকে তিনি জানান, ঈগলের মতো কোনো বড় পাখির তাড়া খেয়ে টাল সামলাতে না পেরে কোনো বাড়িতে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায় ওই পাখির ঝাঁক।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।