দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সিনেমায় যুক্ত হতে যাচ্ছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান, এমন গুঞ্জন চলছে খোদ বলিউডে। তবে বাবার মতো নায়ক হিসেবে নয়, চিত্রনাট্যকার হিসেবে যুক্ত হচ্ছেন।
সিনেমায় যুক্ত হতে যাচ্ছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান, এমন গুঞ্জন চলছে খোদ বলিউডে। তবে বাবার মতো নায়ক হিসেবে নয়, চিত্রনাট্যকার হিসেবে যুক্ত হচ্ছেন। একটি ওয়েব সিরিজের জন্য ইতিমধ্যেই ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে কথা বলেছেন আরিয়ান। যে সিনেমা নিয়ে কাজ করছেন, তা শাহরুখ খানের ‘রেড চিলিস এন্টারটেইনমেন্ট’ এটি প্রযোজনা করবে।
সবকিছু ঠিক-ঠাক থাকলে আরিয়ানের লেখা ওয়েব সিরিজ এ বছরই মুক্তি পেতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। আর আরিয়ানের সঙ্গে সহ-লেখক হিসেবে থাকছেন বিলাল সিদ্দীকী। ওয়েব সিরিজের গল্পটি একজন ‘ডাই হার্ড ফ্যান’ তথা অন্ধ ভক্তকে ঘিরেই আবর্তিত।
উল্লেখ্য, আরিয়ান ২০২০ সালে ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে ফাইন আর্টস, সিনেমাটিক আর্টস, ফিল্ম ও টেলিভিশন প্রোডাকশনের উপরে স্নাতক ডিগ্রি গ্রহণ করেন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।