দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রুশ সেনার কনভয়কে ছিন্নভিন্ন করে দিতে শেষ পর্যন্ত ড্রোন নিয়ে হামলা শুরু করেছে ইউক্রেন। এই হামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বের্যাকটার টিবি-২ নামে অত্যাধুনিক ও ঘাতক ড্রোন।
ইউক্রেনে শত্রুপক্ষের কনভয়কে নিশানা করা হচ্ছে এই ড্রোন দিয়েই। ২০২০-এর নভেম্বরে আর্মেনিয়ার বিরুদ্ধে এই ড্রোন ব্যবহার করে আজারবাইজান তাদের সামরিক বাহিনীকে তছনছ করে দেয়। ওই যুদ্ধে দারুণ সাফল্য এনে দেয় এই ড্রোন। খবর আনন্দবাজার পত্রিকার।
তবে এবার প্রতিপক্ষ রাশিয়া, যার বিপুল সামরিক ক্ষমতা রয়েছে। অত্যাধুনিক সমরসজ্জাও। যে কারণে প্রেক্ষিতটাও অনেকটাই ভিন্ন। রাশিয়ার কনভয়ে এই ড্রোন দিয়ে হামলা চালানো হচ্ছে ঠিক, তবে একই সঙ্গে প্রশ্ন উঠছে আর্মেনিয়ার বিরুদ্ধেও যে সাফল্য এনে দিয়েছিল এই ড্রোন, রাশিয়ার বিরুদ্ধে কি তা পারবে? যদিও এই ড্রোনের ওপরই এখন ভরসা রাখছে ইউক্রেন।
তুরস্কের তৈরি এই বের্যাকটার ড্রোন আমেরিকার এমকিউ-৯ রিপার ড্রোনের ওজনেরও এক-অষ্টমাংশ। ১২৮ কি.মি. প্রতি ঘণ্টায় লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম। এই ড্রোন চারটি এমএএম লেজার গাইডেড ক্ষেপণাস্ত্র বহন করতে পারে ও হামলার ক্ষেত্রে অনেক বেশি নিখুঁত। ২৭ ঘণ্টা টানা উড়ার ক্ষমতাও রাখে এই ড্রোনটি। এর যোগাযোগ স্থাপনের বিস্তার হলো ২৯৬ কি.মি.। ২৫ হাজার ফুট উচ্চতায় উড়তে পারে এই ড্রোনটি। ৬ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারে এই ড্রোন।
ইউক্রেন বিমান বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল মাইকোলা ওলেসচুক এই ড্রোনকে ‘জীবনরক্ষক’ হিসেবে উল্লেখ করেছেন। ২০১৯ সালে তুরস্কের কাছ থেকে এই ড্রোন কিনেছিল ইউক্রেন। আর্মেনিয়া ছাড়া লিবিয়া, সিরিয়া ও নাগোরনো-কারাবাখ সংঘর্ষে এই ড্রোন ভিষণ কার্যকারিতা দেখিয়েছে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।