The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

জার্মানি নিজের নিরাপত্তার জন্যই ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে

FILE PHOTO: NATO enhanced Forward Presence battle group Spanish army tank Leopard 2 fires during the final phase of the Silver Arrow 2022 military drill on Adazi military training grounds, Latvia September 29, 2022. REUTERS/Ints Kalnins

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইউক্রেনে আবারও সামরিক সহায়তা পাঠানোর আশ্বাস দিয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজ। তিনি বলেছেন, এটি জার্মানির নিরাপত্তার স্বার্থেই প্রয়োজন। -খবর রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাসের।

জার্মানি নিজের নিরাপত্তার জন্যই ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে 1

জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমরা সবাই আরও শান্তিপূর্ণ বিশ্বের স্বপ্ন দেখি। এই শান্তির জন্যই প্রয়োজন ন্যায়বিচার। ন্যায়বিচার ছাড়া কখনও শান্তি বজায় থাকতে পারে না, তাই জার্মানি যতোদিন প্রয়োজন ততোদিন ইউক্রেনের এই লড়াইয়ে ন্যায়বিচারের জন্য তাদের সমর্থন করে যাবে। আমরা আমাদের স্বার্থে, আমাদের নিরাপত্তার জন্যই এটি করছি।

মার্কিন যুক্তরাষ্ট্রের পর জার্মানিই হলো ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী দেশ। বার্লিন এই পর্যন্ত কিয়েভকে সামরিক সহায়তার জন্য প্রায় ২৮ বিলিয়ন ইউরো বরাদ্দ দিয়েছে এবং আগামীতেও সহায়তা অব্যাহত রাখরার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

অপরদিকে রাশিয়া বলছে যে, কিয়েভ সরকারকে অস্ত্র সরবরাহ করা মানেই হলো ইউক্রেনের সংঘাতকে আরও দীর্ঘায়িত করা।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali