দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিপজ্জনক ঝুঁকি নিয়ে রেকর্ড গড়তে দেখা যায়। তবে বিপজ্জনক ঝুঁকি না নিয়েও এবার হাতের তালুতে ১৮টি ডিম সাজিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন ইরাকের এক তরুণ ইব্রাহিম সাদেক।
বর্তমান বিখ্যাত হওয়ার জন্য মানুষ সব কিছুই করতে রাজি থাকেন। পাহাড়ের বিপজ্জনক উঁচুতে উঠা, চলন্ত ট্রেন থেকে মুখ বের করে দেওয়া, পিছনে ছুটে আসা ট্রেনের সামনে দাঁড়িয়ে সেলফি উঠানোর মতো বিপজ্জনক অনেক কিছুর সাক্ষী হয়েছে বিশ্বের গণমাধ্যম। তবে ইরাকের তরুণ ইব্রাহিম সাদেক অমন কোনো ঝুঁকি নেননি। তবে তিনিও চমকপ্রদ রেকর্ড করে খবরের শিরোনামে উঠে এসেছেন। এমনকী নাম তুলে ফেলেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও!
একসঙ্গে একগোছা ডিম হাতের তালুতে রেখে সবাইকে চমকে দিয়েছেন ইরাকের এই তরুণ ইব্রাহিম সাদেক। একটি-দুটি নয়, একসঙ্গে হাতের তালুতে তিনি ১৮টি ডিম সঠিকভাবে ভারসাম্যে রেখেছেন। সাদেককে এই নিখুঁত ভারসাম্যের দক্ষতার স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ।
সাদেকের বাড়ি ইরাকের রাজধানী বাগদাদ শহর হতে ৩৬০ কিলোমিটার দূরের দক্ষিণ-পূর্ব নাসিরিয়া শহরে। সম্প্রতি তিনি হাতের তালুতে ১৮ ডিম সাজিয়ে তোলার একটি ভিডিও রেকর্ড করেন। সেই ভিডিও পাঠিয়েছিলেন গিনেস কর্তৃপক্ষের কাছেও। কয়েকদিন পরেই পেয়েছেন সুখবর।
সাদেক জানিয়েছেন যে, এক ব্যক্তির হাতের উপর একটির পর একটি পাথর রাখার ভিডিও তিনি দেখেছিলেন। তারপরেই তার ইচ্ছে হয় পাথরের বদলে ডিম রেখে ভারসাম্য রাখার চেষ্টা তিনি করে দেখবেন। ডিমের আকারের কারণে যা ছিল অনেক বেশিই কঠিন। তবুও কঠোর অনুশীলনে সেই কাজে সফল হয়েছেন ইব্রাহিম সাদেক।
তিনি আরও জানিয়েছেন, তিনি দিনে ৪ ঘণ্টা অনুশীলন করতেন। এর জন্য তার অনেক ধৈর্য, গভীর মনোযোগ এবং স্থির মনযোগের প্রয়োজন হয়।
উল্লেখ্য যে, ইতিপূর্বে ২০২০ সালে সাদেকের মতোই হাতের তালুতে ১৮টি ডিম রেখে রেকর্ড গড়েন ব্রিটেনের জ্যাক হ্যারিস। তবে সাদেক সেই রেকর্ড ভেঙে দিয়েছেন। কারণ হলো তিনি জ্যাকের থেকেও বেশি সময় ধরে ভারসাম্য ধরে রেখেছিলেন। তথ্যসূত্র : সংবাদ প্রতিদিন।
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।
This post was last modified on মার্চ ৬, ২০২২ 12:06 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একদিনে কিন্তু ওজন কমানো সম্ভব নয়। দিনের পর দিন জিমে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গোল্ড সঞ্চয়কে সবার জন্য আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় এবং ঝামেলাহীন করতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের প্রথম সিডিএমএ প্রযুক্তি ব্যবহারকারী মোবাইলফোন অপারেটর সিটিসেল আবারও সাশ্রয়ী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই প্রথমবারের মতো জুটি হয়ে পর্দায় আসতে যাচ্ছেন বলিউডের দুই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা এবং লেবাননে গণহত্যা চালানোর ঘটনায় বর্বর ইসরায়েলের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি ভাইরাল এক ভিডিওতে দেখা গিয়েছে, একটি রাস্তার ধারে ভারতীয়…