দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইউক্রেন পার্লামেন্টের একজন নারী সদস্য বলেছেন, কয়েকটি শহরে হামলা শুরু হওয়ার পর এখন আর সেখানে নিরাপদ কোনো শহরই নেই। ইন্না সভসং নামে ওই এমপি টুইটারে এই মন্তব্য করেছেন।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির সঙ্গে আলাপে তিনি বর্তমান পরিস্থিতি তুলে ধরে আরও বলেছেন, গত দুই সপ্তাহ ধরে আমরা খুব কমই দিনে মাত্র ৩ ঘণ্টার বেশি ঘুমাতে পেরেছি। অবশ্যই আমরা আমাদের সন্তানদের জীবন নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছি, তবে আমাদের তেমন কিছুই করার নেই। আমরা আত্মসমর্পণ করবো না, তাদের দখল করতেও দেববো না। তিনি বলেন, পরিস্থিতি যতোই ভয়ংকর হোক আমরা লড়াই চালিয়ে যাবো।
ইন্না সভসং আরও বলেন, আমাদের এখন আর লড়াই করা ছাড়া কোনো বিকল্প নেই। পশ্চিমা পক্ষগুলো রাশিয়ার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছেন তা পুতিনের আগ্রাসন থামানোর জন্য যথেষ্ট, এমনটি বিশ্বাস করেন না বলে জানিয়েছেন তিনি। ইন্না সভসং বলেছেন, বিশ্বের কাছে হাতজোড় করে বলছি, দয়া করে হস্তক্ষেপ করুন। অনুগ্রহ করে আমাদের পুরো দেশকে ধ্বংস করতে এবং আমাদের সবাইকে হত্যা করতে তাদের দিয়েন না। কিছুতেই এটি আমাদের প্রাপ্য নয়।
গতকাল (শুক্রবার) ইউক্রেনে ‘সর্বাত্মক হামলার’ তৃতীয় সপ্তাহে এসে রাশিয়া তাদের আক্রমণের তালিকায় কয়েকটি নতুন শহরকে সংযুক্ত করেছে। দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর লুটস্কের একটি বিমানক্ষেত্র এবং একটি জেট ইঞ্জিন ফ্যাক্টরিতে হামলা চালিয়েছে রাশিয়া।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।