দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময় ডিজিটাল দুনিয়ায় যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হলো ইমেইল। বিশেষ করে অফিস ও ব্যবসায়িক কাজে বর্তমানে ইমেইলের ব্যবহার বহুল প্রচলিত। কিন্তু গুরুত্বপূর্ণ মেইল হারিয়ে গেলে আপনি কী করবেন? জেনে নিন এর সমাধান।
বিভিন্ন কোম্পানীও বিজ্ঞাপনের জন্য ইমেইলকে ব্যবহার করে। এই হাজার হাজার ইমেইলের মধ্যে প্রয়োজনের সময় নিজের দরকারি ইমেইল খুঁজে পাওয়া সমস্যা হয়ে যায়। তবে এই সমস্যার সমাধানে ইমেইলে বিশেষ ফিচার নিয়ে এলো জিমেইল।
অনেক সময় উল্লেখযোগ্য মেইলগুলো অবাঞ্ছিত ইমেইলের স্তূপে হারিয়ে যেতে পারে। যা আমাদের ইনবক্সকে বিশৃঙ্খল ও অগোছালো করে তুলতে পারে। এই বিশৃঙ্খলা হতে পরিত্রাণ পেতে আপনার কাছেই রয়েছে একাধিক উপায়। এরমধ্যে একটি পদ্ধতি হলো জিমেইল-এর স্টার ফিচার ব্যবহার।
স্টার ফিচার কেনো ব্যবহার করা হয়ে থাকে?
প্রতিদিন অনেকের ইমেইল অ্যাকাউন্টেই প্রচুর মেইল ঢোকে। যারমধ্যে যেমন থাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ মেইল তেমনই থাকে সাধারণ মার্কেটিং মেইলও। তবে প্রতিদিন প্রচুর মেইলের মধ্যে হারিয়ে যায় অতি গুরুত্বপূর্ণ মেইলগুলো। তবে স্টার ফিচারের মাধ্যমে গুরুত্বপূর্ণ মেইলগুেলো মার্ক করে রাখা প্রায় অসম্ভব হয়ে পড়ে। যে কারণে আপনি যদি কোনও প্রয়োজনে কোনও গুরুত্বপূর্ণ মেইল সার্চ করেন, তাহলে শুধুমাত্র স্টার ফিচারের মাধ্যমেই তা খুব সহজেই খুঁজে পাওয়া সম্ভব।
এটি কীভাবে করবেন? আজ সেই উপায় দেখে নিন :
# প্রথমে মোবাইল বা ল্যাপটপ হতে জিমেইল ওপেন করুন।
# এখন যে ইমেল আপনি হাইলাইট করতে চান, সেই ইমেইল যে ফোল্ডারে রয়েছে সেটি ওপেন করুন।
# তালিকাতে প্রত্যেক ইমেলের পাশেই একটা তারা চিহ্ন দেখতে পাবেন। যে ইমেলটি আপনি হাইলাইট করতে চান সেই ইমেলের পাশে তারা চিহ্নে ক্লিক করলে সেখানে একটি হলুদ রঙের স্টার দেখতে পাওয়া যাবে।
# তখন Starred ফোল্ডারে এই ইমেলগুলি সেভ হয়ে থাকবে। পরে কোনো সময় ইমেইল হতে স্টার সরাতে আবার হলুদ রঙের স্টার সিম্বলে ক্লিক করলে Starred ফোল্ডার হতে সরে যাবে। তথ্যসূত্র : এই সময়।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।