দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মিজু আহমেদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ রবিবার (২৭ মার্চ)। ২০১৭ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি।
মিজু আহমেদ একটি চলচ্চিত্রের শুটিংয়ের জন্য রাজধানীর কমলাপুর রেলস্টেশন হতে দিনাজপুর যাওয়ার পথে ঢাকা বিমানবন্দর রেলস্টেশনে পার হওয়ার পর ট্রেনেই হৃদরোগে আক্রান্ত হন। তখনই তাকে স্থানীয় কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিজু আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মরণে দোয়া এবং মিলাদের আয়োজন করেছেন শিল্পী সমিতি। সহ-সাধারণ সম্পাদক সাইমন সংবাদ মাধ্যমকে বলেন, বাদ আসর মিজু আহমেদ স্মরণে শিল্পী সমিতির দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
মূলত মিজু আহমেদ খল অভিনেতা হিসেবে বাংলা চলচ্চিত্রে বেশি পরিচিত ছিলেন। তবে একজন প্রযোজক হিসেবেও ঢালিউডে পরিচিতি রয়েছে তার। তিনি এক সময় চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতিও ছিলেন।
১৯৭৮ সালে ‘তৃষ্ণা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে মিজু আহমেদ অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। কয়েক বছর পর তিনি ঢালিউড চলচ্চিত্রশিল্পে অন্যতম সেরা একজন খলনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সমর্থ হন।
বড়পর্দায় তাঁর এই পর্যন্ত প্রায় ৮০০টি ছবি মুক্তি পেয়েছে। তাঁর অভিনীত ছবিগুলোর মধ্যে হচ্ছে ‘তৃষ্ণা’ (১৯৭৮), ‘মহানগর’ (১৯৮১), ‘স্যারেন্ডার’ (১৯৮৭), ‘চাকর’ (১৯৯২), ‘সোলেমান ডাঙ্গা’ (১৯৯২), ‘ত্যাগ’ (১৯৯৩), ‘বশিরা’ (১৯৯৬), ‘আজকের সন্ত্রাসী’ (১৯৯৬), ‘কুলি’ (১৯৯৭), ‘হাঙ্গর নদী গ্রেনেড’ (১৯৯৭), ‘লাঠি’ (১৯৯৯), ‘লাল বাদশা’ (১৯৯৯), ‘গুন্ডা নাম্বার ওয়ান’ (২০০০), ‘কষ্ট’ (২০০০), ‘ঝড়’ (২০০০), ‘ওদের ধর’ (২০০২), ‘ভাইয়া’ (২০০২), ‘ইতিহাস’ (২০০২), ‘বিগ বস’ (২০০৩), ‘হিংসা প্রতিহিংসা’ (২০০৩), ‘মহিলা হোস্টেল’ (২০০৪), ‘আজকের সমাজ’ (২০০৪), ‘ভণ্ড ওঝা’ (২০০৬) ইত্যাদি চলচ্চিত্রে অভিনয় করেন।
‘তৃষ্ণা’ সিনেমায় অভিনয়ের জন্য ১৯৯২ সালে সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন মিজু আহমেদ।
তাছাড়াও মিজু আহমেদ তার নিজের চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ‘ফ্রেন্ডস মুভিজ’-এর ব্যানারে বেশ কয়েকটি চলচ্চিত্রও প্রযোজনা করেছেন।
উল্লেখ্য, মিজু আহমেদ ১৭ নভেম্বর ১৯৫৩ সালে কুষ্টিয়াতে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম মিজানুর রহমান। শৈশব থেকেই তিনি থিয়েটারের প্রতি খুবই আগ্রহী ছিলেন। পরবর্তী সময় মিজু আহমেদ কুষ্টিয়ার স্থানীয় একটি নাট্যদলের সঙ্গেও যুক্ত হন।
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।
This post was last modified on মার্চ ২৭, ২০২২ 12:16 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৯ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেক সময় অজান্তেই ঘটে যাওয়া কিছু ভুলে এমন সমস্যাও দেখা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বছরের দ্বিতীয় দিন অর্থাৎ ২ জানুয়ারী ওটিটি প্লাটফর্ম বঙ্গ-তে মুক্তি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে থেকে ওষুধ কিনে খেলে লাভের চেয়ে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), দেশের আইটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে যে, অবশেষে গাজায় চলমান সহিংসতা…