দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনি কী কখনও শুনেছেন, পায়রাও সম্পত্তির মালিক হয়েছে! অবিশ্বাস্য হলেও এবার সত্যিই এমন কিছু পায়রা রয়েছে, যাদের সম্পত্তির পরিমাণ জানলে আপনি নিজেও চমকে উঠবেন!
ভারতের রাজস্থানের নওগড়ের ছোট্ট একটি শহর জাসনগর। সেখানেই বাস করে এইসব ধনী পায়রা। প্রতিমাসে তাদের আয় বিপুল পরিমাণ। লাখ লাখ টাকার সম্পত্তিও রয়েছে এইসব কবুতরের!
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, এলাকায় প্রায় ২৭টি দোকান রয়েছে পায়রাদের নামে। এমনকি তাদের নামে মোট ১২৬ বিঘা জমিও রয়েছে। শুধু তাই নয়, ব্যাংকেও রয়েছে প্রায় ৩০ লাখ টাকা!
ঘটনাটি প্রায় চার দশক পূর্বের ঘটনা। জাসনগর এলাকার পায়রাদের রক্ষণাবেক্ষণের কথা ভেবে এক শিল্পপতি এই ট্রাস্টটি গঠন করেছিলেন। এই কাজে তাকে সাহায্য করেন এলাকার প্রাক্তন সরপঞ্চ রামদীন চৌটিয়া এবং তার গুরু মুরুধর কেশরী।
অসহায় পাখিগুলোর খাবার এবং পানির কষ্ট দূর করতে কিছু পুঁজি দিয়ে এই ট্রাস্ট গঠন করা হয়েছিলো। বর্তমানে পায়রাদের এই বিপুল সম্পত্তির দেখাশোনা করেন স্থানীয়রাই। তথ্যসূত্র: একুশে টেলিভিশন।
দেখুন ভিডিওটি
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।