দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পাকিস্তানের ইতিহাসে অনাস্থা ভোটে হেরে গিয়ে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নাম লিখিয়েছেন ইমরান খান।
গতকাল শনিবার (৯ এপ্রিল) মধ্যরাতে অনাস্থা ভোটে হেরে গেছেন তিনি। অনাস্থা ভোটের ওই অধিবেশনটি পরিচালনা করেন সাবেক স্পিকার আয়াজ সাদিক।
ভোট শেষে প্যানেল স্পিকার আয়াজ সাদিক ঘোষণা দেন যে, ১৭৪ জন সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। যে কারণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাবটি সংখ্যাগরিষ্ঠতায় পাস হয়েছে।
বিরোধীদের অনাস্থা প্রস্তাবে ইমরান খানের বিরুদ্ধে ভোট পড়েছে ১৭৪টি। প্রস্তাব পাসের জন্য দরকার ছিল ১৭২টি ভোট।
ইমরান খান পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী ছিলেন। তার পতনের মধ্যদিয়ে দেশটির নির্বাচিত একজন প্রধানমন্ত্রী তার মেয়াদ পূর্ণ করতে পারলেন না। এদিকে ইতিমধ্যেই ইমরান খান ইসলামাবাদ ছেড়েছেন বলে খবর প্রকাশ বেরিয়েছে।
ফলাফল ঘোষণার পরই স্পিকার আয়াজ সাদিক শাহবাজ শরীফকে বক্তৃতা দেওয়ার অনুরোধ জানান। শাহবাজ তার বক্তৃতায় বলেন, `আমরা এই নতুন দিনটি দেখার অপেক্ষাতেই ছিলাম। সৃষ্টিকর্তাকে অনেক অনেক ধন্যবাদ।’
গতকাল (শনিবার) দেশটির স্থানীয় সময় সাড়ে ১০ টায় অধিবেশন শুরু হয়। তারপর দিনভর চলে নানা ধরনের নাটকীয়তা। রাতে ভোট শুরুর আগেই জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার এবং ডেপুটি স্পিকার কাসিম সুরি পদত্যাগ করেন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।