দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যাত্রা শুরুর প্রথম বছরেই আলোচনায় উঠে এসেছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। এবার আরেক অনেক চমক দেখাবে ‘ফ্লোর নম্বর ৭’।
চরকি এবার দর্শকদের ঈদে বিনোদন দিতে ভিন্ন আঙ্গিকে অনুষ্ঠান সাজাচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার পবিত্র ঈদুল ফিতরে চমক দেখাতে আসছে তারকাবহুল ধামাকা ওয়েব ফিল্ম ‘ফ্লোর নম্বর ৭’।
সাম্প্রতিক সময় দর্শকদের পরিচিত নাম চরকির ওয়েব ফিল্ম ‘খাঁচার ভেতর অচিন পাখি’ এবং ‘টান’ সিনেমা দুটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। এই থ্রিলার এবং পারিবারিক ড্রামার পর চরকিতে রহস্য, রোমাঞ্চের গল্প নিয়ে আসছেন পরিচালক রায়হান রাফি।
চরকিতে আলোচিত টান সিনেমার ‘অবণি’ চরিত্র দিয়ে ভিন্ন ইমেজ তৈরি করেন অভিনেত্রী শবনম বুবলী। তিনি এবার ‘অবণি’ হয়েই আসছেন ফ্লোর নম্বর ৭–এ।
এই অবণি হয়ে ফেরা সম্পর্কে বুবলী বলেন, ‘টান হতে একদম রিভার্স গল্প ফ্লোর নম্বর ৭। পরিচালক গল্পটি নিয়ে প্রস্তাব দেওয়ার পরই মনে হয় যে, এই চরিত্র আমার জন্যই। এটি অসাধারণ একটি কাজ হয়েছে। সারা বিশ্বের বাংলাভাষী দর্শকদের উপযোগী করেই এটি তৈরি করা হয়েছে। আমার জন্য এটি ছিল চ্যালেঞ্জিং কাজ। ওটিটির প্রথম কাজ দিয়েই এতোটা আলোচনা পাব, ভাবিনি। এবারও দর্শক হতাশ হবেন না।’
ফ্লোর নম্বর ৭ নাম কেনো? সিনেমাটি একটি শুটিং ফ্লোরের গল্পকে নিয়েই। এই ফ্লোরে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। সেট ঘটনা নিয়েই তারপর রহস্যের দানা বাঁধতে থাকে। কিছু আবেগ, ভালোবাসা ও কিছু গুঞ্জন নিয়ে সিনেমাটির টান টান গল্প। সিনেমাটিতে অভিষেক হচ্ছে নবাগত অভিনেতা এবং র্যাম্প মডেল রাজ ম্য়ানিয়া। এটি তার প্রথম অভিনীত সিনেমা। প্রথম অভিনয় হলেও দেশীয় বেশ কিছু ব্র্যান্ডের মডেলিং করে তিনি বেশ পরিচিত হয়েছেন। চমক রয়েছে আরও বাকি। ফ্লোর নম্বর ৭ সিনেমায় বিশেষ একটি চরিত্রে হাজির হচ্ছেন অভিনেতা এবং উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। তাকে পুলিশের চরিত্রে দেখা যাবে। রয়েছেন সুমন আনোয়ারসহ আরও অনেকেই। তবে এটি দেখার জন্য অপেক্ষা করতে হবে ঈদ পর্যন্ত। ফ্লোর নম্বর ৭ সিনেমাটিকে তাই বলা হয়েছে, দর্শকদের জন্য এটি ঈদ উপহার।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।