দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রতিবারের মতো এবারও টিভি চ্যানেল এনটিভি সাত দিনব্যাপী ঈদের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। আয়োজিত এই অনুষ্ঠানে ঈদের ৫ম দিন যা থাকছে।
ঈদুল ফিতরের ৫ম দিন
০৮:০০ বিশেষ সেলিব্রেটি শো: প্রশ্নের মুখোমুখি। প্রযোজনা: জাহাঙ্গীর চৌধুরী। উপস্থাপনা: মুনমুন। অংশগ্রহণে: শবনম ফারিয়া, জিনাত শানু স্বাগতা, সোনিয়া হোসেন, শাহাদাত হাসেন, শাহেদ আলী সুজন, শতাব্দী ওয়াদুদ।
০৮:৩০ নৃত্যানুষ্ঠান: মন মহুয়ার তালে। প্রযোজনা: মোহাম্মদ নূরুজ্জামান। অংশগ্রহণে: বিভিন্ন অঞ্চলের আদিবাসী শিল্পীবৃন্দ।
০৯:০০ একক নাটক: কণা। রচনা: অনামিকা মন্ডল। পরিচালনা: মেহেদী হাসান জনি। অভিনয়ে: মিশু সাব্বির, সারিকা সাবা, আফরোজা মিমি, শাহেদ আলী সুজন, শিরিন আলম প্রমূখ।
১০:০৫ বাংলা ছায়াছবি: বাদশা। পরিচালনা: বাবা যাদব ও আব্দুল আজিজ। অভিনয়ে: জিৎ, নুসরাত ফারিয়া, ফেরদৌস, রজতাভ দত্ত প্রমূখ।
০২:২৫ বাংলা ছায়াছবি: দুই পৃথিবী। পরিচালনা: এফ আই মানিক। অভিনয়ে: শাকিব খান, অপু বিশ্বাস, অহনা, আলমগীর, দিতি, ডলি জহুর, মিশা সওদাগর প্রমূখ।
০৬:১০ নৃত্যানুষ্ঠান: নাচিছে ঘূর্ণি বায়। প্রযোজনা: হাসান ইউসুফ খান। নৃত্য পরিচালক: ওয়ার্দা রিহাব। অংশগ্রহনে: ধৃতি নৃত্যালয়ের শিল্পীবৃন্দ।
০৬:৪৫ ধারাবাহিক: হোয়াট ইজ লাভ। পর্ব ০৫। রচনা: গোলাম রাব্বানী। পরিচালনা: তুহিন হোসেন। অভিনয়ে: মোশাররফ করিম, সালাউদ্দীন লাভলু, সারিকা সাবা, মাইমুনা মম, রোবেনা রেজা জুঁই, আহসান হাবিব নাসিম, শহীদুল্লাহ সবুজ প্রমূখ।
০৭:৫৫ একক নাটক: নবাবী প্রেম। রচনা: রিফাত আদনান পাপন। পরিচালনা মো: তৌফিকুল ইসলাম। অভিনয়ে: তৌসিফ মাহবুব, তানজিন তিশা, শহীদুল আলম সাচ্চু, সমু চৌধুরী, মিলি বাশার প্রমূখ।
০৯:০০ বাংলায় ডাবিংকৃত ড্রামা সিরিজ: কুরুলুস উসমান গাজী।
০৯:৩০ একক নাটক: জামাই রাজা। রচনা: জুয়েল এলিন। পরিচালনা: সোহেল হাসান। অভিনয়ে: মোশাররফ করিম, সালহা খানম নাদিয়া, শেলী আহসান, খায়রুল আলম টিপু প্রমূখ।
১১:০৫ একক নাটক: ফেরিওয়ালা। রচনা: মিজানুর রহমান বেলাল। পরিচালনা: রাকেশ বসু। অভিনয়ে: মিশু সাব্বির, সামিরা খান মাহি, মাসুম বাশার প্রমূখ।
১২:০০ কিংবদন্তীর গান: সত্য সাহা। প্রযোজনা: হাসান ইউসুফ খান। উপস্থাপনা: ফারজানা বিথী। শিল্পী: রাশেদ ও ঝিলিক।
তথ্যসূত্র: প্রেস বিজ্ঞপ্তির।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।