দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এতোদিন ধরে গবেষকরা মনে করতেন, ধূমপান, মদ্যপান থেকে পরিবেশ দূষণ, সেইসঙ্গে শুক্রাণুর সংখ্যা হ্রাসের পিছনে একাধিক কারণ রয়েছে। তবে এবার আরেক গবেষণায় উঠে এলো এর কারণ।
গবেষণা বলছেন যে, গত ৪০ বছর ধরেই ক্রমাগতভাবেই কমে আসছে পুরুষদের শুক্রাণুর সংখ্যা। তবে ঠিক কী কারণে এমন ঘটছে তা নিয়ে এখনও পুরোপুরিভাবে নিশ্চিত নন গবেষকরা। ধূমপান, মদ্যপান থেকে পরিবেশ দূষণ, এতোদিন শুক্রাণুর সংখ্যা হ্রাসের পিছনে একাধিক কারণ থাকতে পারে বলে মনে করে আসছিলেন গবেষকরা। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে স্থূলতার সমস্যা।
আমেরিকার ইউটা বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষকরা দাবি করেছেন যে, স্থূলতার সমস্যা উল্লেখযোগ্য হারে কমিয়ে দিতে পারে পুরুষদের শুক্রাণুর সংখ্যা। বিশেষত: ৪০ বছরের পর বাড়তে থাকে এই সমস্যাটি। ৬০ বছরের বেশি বয়সিদের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রবল হয় এই সমস্যা। ১৭ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত শুক্রাণুর সংখ্যা সর্বোচ্চ থাকে বলেও দাবি করেছেন গবেষকরা।
এই গবেষণাটিতে প্রায় ৪০ হাজার শুক্রাশয়ের কোষ পরীক্ষা করেন বিজ্ঞানীরা। শুক্রাশয়ের কোষের থেকে প্রাপ্ত জিনগত উপাদান আরএনএ পরীক্ষা করে দেখা যায় যে, সেই কোষগুলি আদতে শুক্রাণু উৎপাদনে কতোটা সক্ষম। গবেষণার ফল বলছে যে, যাদের ‘বডি মাস ইন্ডেক্স’ কিংবা ‘বিএমআই’ ৩০ বা তার বেশি তাদের ক্ষেত্রে ব্যাহত হয়েছে শুক্রাণুর উৎপাদনের ক্ষেত্রে। বিজ্ঞানীদের আশঙ্কা যে, স্থূলতায় কমিয়ে দিতে পারে যৌন হরমোন টেস্টোস্টেরনের ক্ষরণ। যে কারণে ব্যাহত হতে পারে পুরুষদের শুক্রাণু উৎপাদন। তবে এই বিষয়ে আরও বিস্তারিত গবেষণার প্রয়োজন রয়েছে বলে মত দিয়েছেন গবেষকরা।তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।