দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চলমান ইউক্রেন যুদ্ধ যেনো পুরো বিশ্বকে লন্ড ভন্ড করে দিয়েছে। সাধারণ মানুষের জীবন যেনো দূর্বিষহ হয়ে উঠেছে।
সাধারণত যুদ্ধে হতাহতের সঠিক হিসাব কখনও পাওয়া যায় না। আবার বিভিন্ন সংস্থা পৃথক পৃথক হিসাব দিয়ে থাকে। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু করেছিলো। যদিও মস্কো এটিকে সামরিক অভিযান আখ্যা দেয়।
গত ৫ মে পর্যন্ত জাতিসংঘের এক হিসেবে দেখা যায় যে, ইউক্রেন যুদ্ধে মোট মারা গেছে ১৪ হাজার ২০০ হতে ১৪ হাজার ৪০০ জন। যার মধ্যে বেসামরিক নাগরিক মারা গেছে ৩ হাজার ৪০৪ জন যার মধ্যে ৩০৬ জনই বিদেশী। জাতিসংঘের হিসেবে স্বেচ্ছাসেবী মারা গেছে ৪ হাজার ৪০০ জন, যদিও মিউজিয়াম অব মিলিটারির হিসেবে সেই সংখ্যা ৪ হাজার ৬০০ এর বেশি।
জাতিসংঘ বলছে, ইউক্রেনে ২৩১ জন শিশু মারা গেছে। এই শিশুর মা-বাবা হয়তো স্বপ্ন দেখেছিলেন যে, তারা একদিন বড় হবে। তবে তার আগেই তাদের জীবন কেড়ে নিলো যুদ্ধ। অথচ তারা মৃত্যুর আগে জানতে পারলো না তাদের অপরাধটা কী ছিল? ইউক্রেনের মারিউপোল শহরে এক নারীকে পেটের সন্তানসহ মৃত্যুবরণ করতে হয়েছে। যুদ্ধে রাশিয়ার কম সৈন্যও মারা যায়নি। বিবিসি নিউজ (রাশিয়ান) জানিয়েছে, ৬ মে পর্যন্ত ২ হাজার ১২০ জন রুশ সৈন্য নিহত হয়েছে এই যুদ্ধে।
কবে শেষ হবে যুদ্ধ?
মার্কিন সরকারের সিনিয়র কর্মকর্তা, গোয়েন্দা কর্মকর্তা ও সামরিক বাহিনীর সিনিয়র কর্মকর্তারা আশঙ্কা করছেন যে, ইউক্রেন যুদ্ধ আরও দীর্ঘায়িত হতে পারে। তবে সেটা কতোদিন তা কেও বলছেন না। এমনকি ইউক্রেনের কর্মকর্তারাও এই একই কথা বলছেন। তবে মুখে কুলুপ এটেছে রাশিয়া সরকার। তারা যুদ্ধ শুরু করলেও শেষ হওয়ার কথা আর বলছেন না। রাশিয়া কিছু শর্ত দিয়েছে যে, এসব শর্ত মানলেই সামরিক অভিযান বন্ধ হয়ে যাবে।
সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেছেন যে, রাশিয়া তার সৈন্যদের যুদ্ধের পূর্বের অবস্থায় ফিরিয়ে নিলেই কেবল সমঝোতা হতে পারে। তবে রাশিয়া যে শর্ত দিয়েছে তা মানা হবে কি না, সেই বিষয়ে তিনি কিছুই বলেননি।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।