দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১ প্রদান করা হয়েছে। দেশের ১১ অনুসন্ধানী সাংবাদিক পেলেন এই বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড।
৫ ক্যাটাগরিতে ১১ সাংবাদিক পেয়েছেন এই বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোমবার (৩০ মে) রাতে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।
এই সময় এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১ আয়োজক কমিটির আহ্বায়ক সায়েম সোবহান আনভীর, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম এবং অ্যাওয়ার্ড জুরিবোর্ডের প্রধান অধ্যাপক গোলাম রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, সমাজকে সঠিকভাবে প্রবাহিত করার ক্ষেত্রে সাংবাদিকরা যে ভূমিকা পালন করতে পারে অন্য কোনও পেশার মানুষ তা কখনও পারে না। গণমাধ্যমের বিকাশের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
এক পরিসংখ্যান তুলে ধরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেছেন, বর্তমানে দৈনিক পত্রিকার সংখ্যা প্রায় সাড়ে ১২শ, ৩৮টি টেলিভিশন সম্প্রচার রয়েছে। আরও কয়েকটি আসার অপেক্ষাতে রয়েছে। অনলাইন গণমাধ্যম কতগুলো রয়েছে তা পরীক্ষা-নিরীক্ষার বিষয়। যখন দরখাস্ত আহ্বান করা হয়েছিল তখন ৫ হাজার দরখাস্ত জমা পড়েছিলো।
গণমাধ্যম আইন সম্পর্কে এক সাংবাদিকের করা প্রশ্নের জবাব দিতে গিয়ে ড. হাছান মাহমুদ বলেন, সাংবাদিকদের চাকরির নিশ্চয়তার জন্যই গণমাধ্যম আইন করা হয়েছে। সেই আইনে কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে। সেটি সংশোধন করে যখন পাস হবে তখন সব ক্ষেত্রেই সাংবাদিকদের চাকরির নিশ্চয়তার বিধান হবে।
অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান তার বক্তব্যে বলেছেন, দেশের সাংবাদিকতার অনেক মানোন্নয়ন হয়েছে। আমরা চাই আরও হোক। কোনও ব্যবসায়ীর নামে লেখার আগে তার সম্পর্কে একটু খোঁজ-খবর নিয়ে লেখার আহ্বান জানিয়েছেন তিনি। আগামীতে ২৫ সাংবাদিককে এই পুরস্কার প্রদানের ঘোষণা দেন তিনি।
দেশের গণমাধ্যমে গত বছর প্রকাশিত এবং প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদন বিচার বিশ্লেষণ করে ৫ ক্যাটাগরিতে ১১ সাংবাদিককে বাছাই করা হয়।
পুরস্কারপ্রাপ্তরা হলেন:
মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে দ্যা ডেইলি স্টারের রিপোর্টার আহমাদ ইশতিয়াক (প্রিন্ট)
মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি কাওসার সোহেলী (টেলিভিশন)
জাগো নিউজ ২৪.কম-এর জ্যেষ্ঠ প্রতিবেদক সালাহ উদ্দিন জসিম (অনলাইন)
অপরাধ ও দুর্নীতি ক্যাটাগরিতে দেশ রূপান্তরের হবিগঞ্জ জেলা প্রতিনিধি শোয়েব চৌধুরী (প্রিন্ট)
জিটিভির স্টাফ রিপোর্টার জান্নাতুল ফেরদৌসী (টেলিভিশন)
নিউজ বাংলা২৪.কম-এর ফ্রিল্যান্সার জেসমিন পাপড়ি (অনলাইন)
নারী ও শিশু ক্যাটাগরিতে সমকালের জ্যেষ্ঠ প্রতিবেদক রাজীব আহাম্মদ (প্রিন্ট)
আনন্দ টিভির রিপোর্টার শওকত সাগর (টেলিভিশন)
ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক আদনান রহমান (অনলাইন)
অনুসন্ধানী প্রামাণ্যচিত্রে মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাজাহারুল ইসলাম (টেলিভিশন) আলোকচিত্রে প্রথম আলোর স্টাফ ফটোসাংবাদিক দীপু মালাকার।
তাদের প্রত্যেককে পুরস্কারের অর্থমূল্য হিসেবে আড়াই লাখ টাকা, সম্মাননা স্মারক ও সনদপত্র দেওয়া হয়। ওই অনুষ্ঠানে ৬৪ জেলার নির্বাচিত প্রবীণ সাংবাদিক দের সম্মাননা তুলে দেওয়া হয়।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।