দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইউক্রেনে আগ্রাসনের জেরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসনের ওপর থেকে মুখ ফেরানো শুরু করেছেন রাশিয়ার বহু ধনকুবের।
অভিবাসন তথ্যের এক বিশ্লেষণে দেখা যায়, এ বছর রাশিয়া ছেড়ে যেতে পারেন ১৫ হাজারেরও বেশি ধনকুবের।
অভিবাসন তথ্য বিশ্লেষণকারী লন্ডনভিত্তিক ফার্ম হেনলি অ্যান্ড পার্টনার্সের হিসাব অনুযায়ী দেখা যায, ১০ লাখ ডলারের বেশি সম্পদ থাকা রুশ নাগরিকদের প্রায় ১৫ শতাংশ ২০২২ সাল নাগাদ অন্য দেশে চলে যাবেন বলে ধারণা করা হচ্ছে।
ধনকুবের এবং তাদের কাছে নাগরিকত্ব বিক্রি করা দেশগুলোর মধ্যেই সংযোগ স্থাপনের কাজ করে থাকে হেনলি অ্যান্ড পার্টনার্স। হেনলির জন্য তথ্য জোগাড় করা প্রতিষ্ঠান নিউ ওয়ার্ল্ড ওয়েলথের গবেষক প্রধান অ্যান্ড্র‚ অ্যামোইলস বলেন, ‘রাশিয়া মূলত ধনকুবেরদের রক্তক্ষরণ করছে। বিগত এক দশক ধরে প্রতি বছর ধনী ব্যক্তিদের রাশিয়া ছাড়ার সংখ্যা দিনকে দিন বাড়ছে। দেশটি বর্তমানে যে সমস্যার মুখোমুখি হচ্ছে এটি তারই একটি প্রাথমিক সতর্ক সংকেত। ঐতিহাসিকভাবে বড় দেশের পতন সাধারণত ধনী ব্যক্তিদের দেশত্যাগের মাধ্যমে ত্বরান্বিত হয়ে থাকে। তারা প্রায়শই সবার আগে চলে যায় কারণ তাদের কাছে করার আর কোনো উপায় থাকে না।’
অপরদিকে ইউক্রেনের ধনকুবেরদের একটি বড় অংশও এই বছর দেশ ছাড়তে পারে বলে জানিয়েছে হেনলি অ্যান্ড পার্টনার্স। এই বছর ২ হাজার ৮০০ ধনকুবের ইউক্রেন ছাড়তে পারেন। বিশ্বের ধনীরা ঐতিহ্যগতভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে স্থানান্তরিত হয়েছেন। তবে হেনলি অ্যান্ড পার্টনার্স বলছে যে, সংযুক্ত আরব আমিরাত ধনকুবের অভিবাসীদের জন্য এক নম্বর গন্তব্য হিসেবে তাদের ছাড়িয়ে যেতে পারে বলে আশা করা হচ্ছে। এই বছর প্রায় ৪ হাজার ধনকুবের মধ্যপ্রাচ্যের দেশটিতে স্থানান্তরিত হবে বলেও ধারণা করা হচ্ছে।
ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার অনেক ধনকুবের বর্তমানে প্রেসিডেন্ট পুতিন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। সে কারণে নয়নাভিরাম সংযুক্ত আরব আমিরাতকে অনেকেই তাদের নিরাপদ স্থান হিসেবে বেছে নেওয়ার চিন্তাও করছেন। সূত্র: দ্য গার্ডিয়ান।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।