দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রোলার কোস্টার আটকে গিয়ে ৪৫ মিনিট উল্টো ঝুলে ছিল সবাই! আর এই ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায়।
সেখানকার একটি বিনোদন কেন্দ্রে রোলার কোস্টার হঠাৎ করে আটকে যায়। এটি উল্টো হয়ে আটকে পড়ায় বিপাকে পড়েন যাত্রীরা। প্রায় ৪৫ মিনিট ধরে সেখানে তারা উল্টো হয়ে ঝুলে ছিলেন।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ঘটে যাওয়া ওই ঘটনায় ১৫০ মিটার উঁচু লুপে ৫০ মাইল বেগে রোলার কোস্টারটি ৩৬০ ডিগ্রি পাক খাচ্ছিল। এক রাইডে মোট ৬ বার পাক খায় ওই রাইডটি। তবে এদিন লুপের চুড়ায় উল্টো হয়ে রোলার কোস্টারটি আটকে গেলে পরিস্থিতি একেবারেই এক ভিন্ন রূপ ধারণ করে।
এতে করে আটকে পড়া যাত্রীদের একজন ব্র্যান্ডন এলেন। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আমি এই প্রথমবার কোনো বিনোদন পার্কের রোলার কোস্টারে উঠেছিলাম। দুর্ভাগ্যবশত: এটি আটকে গিয়েছিলো। আমি দেখলাম যে, আমার চোখ দিয়ে পানি ঝরে নীচের দিকে পড়ছে। খুবই ভয়াবহ একটি মুহূর্ত ছিলো সেটি।
তিনি আরও জানিয়েছেন, প্রত্যেকটি মিনিট আমার কাছে ঘণ্টার মতো মনে হচ্ছিল। কর্তৃপক্ষ তখন আমাদের জানিয়েছিলেন, ৩৫ হতে ৪৫ মিনিটের মধ্যে সমস্যা দূর হয়ে যাবে। সাধারণ অবস্থায় থাকলে এটি কোনো সমস্যায় হতো না। তবে উল্টো হয়ে ঝুলে থাকায় কষ্ট আরও বেশি হয়েছে। ওই রোলার কোস্টারে অনেক শিশুও ছিলো। তারা চিৎকার করেছে অনেকক্ষণ ধরে।
এই ঘটনার প্রেক্ষিতে ওই পার্কের কর্তৃপক্ষ জানিয়েছে যে, এই ঘটনার পর দ্রুততার সঙ্গে পদক্ষেপ নিয়েছে পার্কের টেকনিক্যাল কমিটি। রোলার কোস্টারে থাকা কেওই আহত হননি। তাদের সবাইকে নিরাপদে নামানো হয়।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।