দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একবার ভাবুন! আপনার শখের আইফোনটি অসাবধানতার কারণে পড়ে গেলো নদীতে! আপনি ১০ মাস পর সেই ফোনটি খুঁজেও পেলেন। তবে আশ্চর্য এই কারণে যে সেটি এখনও দিব্য়ি চলছে!
তবে এটি কিন্তু নেহাত কোনও কল্পনা নয়। একেবারেই সত্য়িকারের একটি ঘটনা। ব্রিটেনের এক ব্যক্তির জীবনে এমনটিই ঘটেছে। স্বাভাবিকভাবেই হারানো আইফোন ফিরে পেয়ে আহ্লাদে আটখানা হয়েছেন তিনি।
আসলে ঠিক কী ঘটেছিলো? বিবিসি সূত্রে জানা যায়, ওয়েইন ডেভিস নামে ওই ব্যক্তি যোগ দেন একটি ব্যাচেলার পার্টিতে। বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়েন নিজের ক্যানো অর্থাৎ ছোট ডিঙি নিয়ে।
তবে খরস্রোতা নদীর মধ্যেদিয়ে যাওয়ার সময় তিনি বুঝতে পারেন, পিছনের পকেটে রাখা তার ফোনটা আর নেই! সেটা পড়ে গেছে নদীতে।
২০২১ সালের আগস্টের ঘটনা। তখন গ্লুস্টারসায়ারে এই অভিজ্ঞতার সম্মুখীন হন তিনি। বলাই বাহুল্য যে, সাধের ফোন ফিরে পাওয়ার আশা ডেভিস ত্যাগ করেছিলেন। দেখতে দেখতে কেটে গেছে ১০ মাস। মিগুয়েল পাচেকো সম্প্রতি নামে এক ব্যক্তি সপরিবারে ক্যানো নিয়ে ওই নদীতেই বেড়াতে যান। সেই সময় ভাগ্যক্রমে তার হাতে আসে ডেভিসের সেই ফোনটি।
স্বাভাবিকভাবেই কাদামাখা ফোনটি হাতে নিয়ে তার কোনওভাবে মনেই হয়নি এটা চালু হতে পারে। তবে বাড়ি গিয়েই আঁতকে ওঠেন মিগুয়েল। বিবিসিকে তিনি জানিয়েছেন, ”আমি ভাবতেই পারিনি ওটা আদৌ কখনও চালু করা যাবে। পানির গভীরে ডুবে ছিল ওই ফোনটা।” তবে ফোনটা চার্জে বসাতেই চমকে যান মিগুয়েল। দেখতে পান যে, দিব্যি চলছে ফোনটি! পরে সেটি অন করতেই দেখতে পান সেটিতে তারিখ দেখাচ্ছে ১৩ আগস্ট ২০২১। ফোনের স্ক্রিনসেভারে রয়েছে এক দম্পতির ছবিও।
তারপরই তিনি আইফোনটির ছবি শেয়ার করেন সোস্যাল মিডিয়া ফেসবুকে। সব মিলিয়ে ৪ হাজার বার শেয়ার হয় এই ছবিটি। তবে ডেভিসের চোখে সেটি পড়েনি। কেনোনা তিনি সোশ্য়াল মিডিয়াতে নেই। পরে এক বন্ধুর মাধ্যমে খবর পান তিনি। অবশেষে ডেভিস নিজের আইফোন ফিরে পেয়ে আপ্লুত হয়ে পড়েন।
তিনি অভিভূত মিগুয়েলকে দেখেও। ভদ্রলোক ফোনটিকে তার মালিকের কাছে পৌঁছে দিতে যেভাবে চেষ্টা করে গেছেন তারজন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয় বলে মনে করেন ডেভিস।
উল্লেখ্য যে, আইফোন ১ মিটার পরিষ্কার পানির তলায় ৩০ মিনিট পর্যন্ত থাকলেও নষ্ট হয় না। তবে এভাবে নদীর গভীরে ১০ মাস তলিয়ে থেকেও ফোনটি কর্মক্ষম রয়ে গিয়েছে তাকে ‘মির্যাকল’ ছাড়া অন্য কিছু বলতে চাইছেন না নেটিজেনরা।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।