দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতে ৭৫ কিলোমিটার রাস্তা মাত্র ১০৮ ঘণ্টা অর্থাৎ সাড়ে চার দিনেই তৈরি হয়ে গেছে। ভারতের মহারাষ্ট্রের অমরাবতী হতে আকোলা পর্যন্ত তৈরি হওয়ার মুখে রয়েছে ওই দূরত্বের হাইওয়ে।
সাড়ে চার দিনে এই কাজ সম্পন্ন হলে গিনেস বুক অব রেকর্ডসেও হয়তো নাম তুলে ফেলতে পারে এই রাস্তাটি। ৩ জুন থেকে শুরু হয় হাইওয়েটির নির্মাণ কাজ। ৭ জুনের মধ্যেই এই সড়ক তৈরির কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
অমরাবতীর লোনি গ্রাম থেকে আকোলার মানা গ্রাম পর্যন্ত বিস্তৃত এই হাইওয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার জন্য দিন-রাত এক করে কাজ শুরু করেছেন এর নির্মাণ কর্মীরা। তৎপর সড়ক তৈরির দায়িত্বে থাকা সংস্থা। গিনেস বুকের একটি দল ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন ও রাস্তার নির্মাণ কাজ খতিয়ে দেখছেন।
আধুনিক নির্মাণ প্রযুক্তি ব্যবহার করে বিটুমিনাস কংক্রিট দিয়ে এই হাইওয়েটি তৈরি করা হচ্ছে। প্রায় ৮০০ থেকে ১ হাজার জন নির্মাণকর্মী ওই রাস্তা নির্মাণের কাজে নিয়োজিত রয়েছেন।
উল্লেখ্য, ইতিপূর্বে এতো তাড়াতাড়ি বড় রাস্তা তৈরির গিনেস-রেকর্ড ছিল কাতারের কাছে। কাতারের দোহায় ১০ দিনে ২৫ কিলোমিটার একটি রাস্তা তৈরির গিনেস রেকর্ডও রয়েছে। তবে অমরাবতী থেকে আকোলা পর্যন্ত তৈরি হতে চলা ওই হাইওয়ের দায়িত্বে থাকা নির্মাণ সংস্থা থেকে শুরু করে কর্মীরা, সকলেই আশাবাদী যে সাড়ে চার দিনে এই রাস্তা তৈরি করে তারা গিনেস বুকে নাম তুলবেন। তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।