দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রাম। অনেক দিন হতেই ব্যবহারকারীদের বয়স নিয়ে কঠোর হচ্ছেন তারা। ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীরাদের আরও নিরাপত্তা দিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এবার ইনস্টাগ্রামে আসছে নতুন একটি ফিচার। যার মাধ্যমেব্যবহারকারীদের বয়স যাচাই করা হবে। সম্প্রতি এমন এক নতুন ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষাও শুরু করেছেন তারা। আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওপর এই ফিচারটি নিয়ে গবেষণা চালানো হচ্ছে।
মেটার মালিকানাধীন ইনস্টাগ্রাম এই মুহূর্তে কোনো ব্যক্তির বয়স যাচাই করার দুটি নতুন উপায় নিয়ে গবেষণা করছে। এতে এই ফিচারের মাধ্যমে অপ্রাপ্ত বয়স্কদের, অর্থাৎ যাদের বয়স ১৩-১৭ বছর তাদের সোশ্যাল মিডিয়ায় নতুন অভিজ্ঞতা দিতে এই ফিচারটি নিয়ে আসা হচ্ছে। অপ্রাপ্ত বয়স্কদের অজানা কন্ট্যাক্ট হতে প্রতিরোধ করা, প্রাইভেট অ্যাকাউন্ট ডিফল্ট করা, বিজ্ঞাপনের সীমাবদ্ধও ব্যবহার ইত্যাদি করা হবে।
বয়স যাচাইকরণের এই নতুন ফিচার আনতে ইয়োতি (Yoti) নামে একটি প্রযুক্তি সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধলো ইনস্টাগ্রাম। এক্ষেত্রে ব্যবহারকারীরা তাদের বয়স যাচাই করার জন্য একটি ভিডিও সেলফিও আপলোড করতে পারেন। তারপর ইয়োতি প্রযুক্তিগতভাবে মুখের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ব্যবহারকারীর বয়স অনুমান করবে।
বয়স যাচাই হয়ে গেলেই মেটা ও ইয়োতি উভয়েই ওই ছবিটি তখন ডিলিট করে দেবে। আরেকটি বিকল্প হলো- ব্যবহারকারীকে ৩ জন মিউচুয়াল ফলোয়ার্সকে সিলেক্টও করতে হবে, যারা তার তার বয়স নির্ধারণে সহায়তা করবে জানাবে যে, তার বয়স কমপক্ষে ১৮ বছর কিংবা তার ঊর্ধ্বে।
গত বছরই ইনস্টাগ্রাম শিশুদের জন্য ইনস্টাগ্রাম ফর কিডস নামে একটি প্ল্যাটফর্ম চালু করে। সেই সময় নেটিজেন-সহ বিভিন্ন মহল হতে এই প্রজেক্টটি নিয়ে সমালোচনা এবং নিন্দার ঝড় ওঠে। শেষ পর্যন্ত চাপে পড়ে প্ল্যাটফর্মটি বন্ধ করে দেয় ইনস্টাগ্রাম। তারপরই বাজারে এই নতুন ফিচারটি নিয়ে আসার চিন্তা করা হয়।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।