দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তীব্র দাবদাহে পুরুষদের তুলনায় নারীদের ঝুঁকি আরও বেশি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
সম্প্রতি ইংল্যান্ডের দাবদাহ মোকাবিলা পরিকল্পনায় ৭৫ বছর বয়সোর্ধ্ব নারী, শিশু-কিশোর-কিশোরী, শারীরিক এবং মানসিকভাবে গুরুতর অসুস্থ ও নারীদের উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। এমন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
অবশ্য কী কারণে নারীদের বেশি ঝুঁকিপূর্ণ বলা হয়েছে সেই ব্যাখ্যা করা হয়নি ওই নথিতে। তবে এই বিষয়ে নেদারল্যান্ডে সাম্প্রতিক এক গবেষণার দিকে ইংগিত করেছে যুক্তরাজ্যের স্বাস্থ্যনিরাপত্তা সংস্থা। ওই গবেষণায় একাধিক দাবদাহ এবং সে সময় মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, এই ধরনের বিরূপ আবহাওয়ায় পুরুষদের চেয়ে বয়স্ক নারীরাই বেশি ঝুঁকিতে পড়েন। তবে এইক্ষেত্রে শুধু বয়সই এর একমাত্র কারণ নয়।
২০০৩ সালে ফ্রান্সে দাবদাহের তথ্য বিশ্লেষণ করে গবেষকরা জানিয়েছেন, যখন সমান বয়স বিবেচনা করা হয়েছিলো, সেই সময়ও নারীদের মৃত্যুহার ১৫ শতাংশ বেশি ছিল। ডাচ এবং জার্মান গবেষকদের আরেকটি গবেষণায় নেদারল্যান্ডে ২৩ বছরের তাপমাত্রার তথ্য এবং মৃত্যুর সংখ্যাও বিশ্লেষণ করা হয়। এতেও লিঙ্গভিত্তিক ঝুঁকির পার্থক্য উঠে এসেছে।
গবেষকরা জানিয়েছেন, তাপ-সম্পর্কিত মৃত্যুহার পুরুষদের তুলনায় নারীদের মধ্যে অনেক বেশি ছিল, বিশেষ করে সবচেয়ে বয়স্ক গ্রুপে (৮০ বছর বয়সোর্ধ্ব) এই হার বেশি দেখা গেছে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।