দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মেকআপের সঠিক কায়দা জানলে খুব সহজেই লুকিয়ে ফেলা যায় ‘ডবল চিন’। এখন হয়তো ভাবছেন, এটি কীভাবে সম্ভব?
হয়তো আপনার সামনেই অফিসের পার্টি! কী পরবেন বা কেমন সাজবেন, সবকিছুই আগেই স্থির করে ফেলেছেন। শুধু আপনাকে চিন্তায় ফেলেছে ‘ডবল চিন’। সাজ যেমনই হোক না কেনো, মুখে মেদ জমলে চেহারায় কেমন যেনো বুড়ি বুড়ি একটা ভাব এসে যায়। তবে মেকআপের সঠিক কায়দা জানলেই লুকিয়ে ফেলা সম্ভব ‘ডবল চিন’। হয়তো ভাবছেন এটি কীভাবে করা সম্ভব? আজ বিষয়টি জেনে নিন।
# ‘ডবল চিন’ ঢাকার সবচেয়ে ভালো উপায় মুখের অন্যান্য অংশের মেকআপের দিকে বাড়তি নজর দিতে হবে। চোখের সাজের উপর আরও বেশি করে নজর দিতে হবে। ‘স্মোকি আই’ করলে সকলের নজর আগে চোখের দিকে যাবে। সেই সঙ্গে পোশাকের সঙ্গে মানানসই ব্লাশ গালে বুলিয়ে নিতে হবে।
# চোয়ালের হাড় আপনাকে হাইলাইট করতে হবে। শুধু ‘ডবল চিন’ই নয়। নিমেষে গোল মুখকে পানপাতার মতো আকৃতি দিতে, বেশি লম্বা মুখকে ডিম্বাকৃতি দেখাতে এই পন্থার উপর ভরসা রাখতে পারেন অনায়াসে। তবে সব সময়ই ব্রাশ নীচ থেকে উপরের দিকে স্ট্রোকে টানতে হবে। উল্টো করলে হবে পুরোটাই মাটি।
# চোখের মতোই ঠোঁটের মেকআপও সকলের নজর একেবারেই ঘুরিয়ে দিতে পারে। গাঢ় রঙের লিপস্টিক যে কারও নজর কাড়তে সক্ষম। লিপলাইনার দিয়ে আগে সুন্দর করে ঠোঁটের চারপাশ স্পষ্ট করে নিতে হবে। এর পরেই গাঢ় রঙের লিপস্টিক পরতে হবে।
# আর মেকআপ করার সময় মুখ, গলা, কলার বোন, বক্ষভাঁজের উপর নজর দিতে হবে। কপাল-নাকের টি জোন, চোয়ালের হাড়, কলার বোন কনসিলার দিতেও ভুলবেন না। সব শেষে বক্ষভাঁজ কিংবা গলার অংশে হালকা ব্রোঞ্জার লাগিয়ে নিতে হবে। তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।