দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রায় দু’ দশক ধরে গোসল না করেও দিব্য আছেন ভারতের বিহারের গোপালগঞ্জ জেলার বৈকুন্ঠপুর গ্রামের বাসিন্দা ধর্মদেব রাম! কিন্তু গোসল না করার কারণটা কী আপনি জানেন?
গোসল করাটা অনেকের কাছেই যেনো অনীহার কারণ। বিশেষত শীতকালে এই অনীহা আরও দ্বিগুণ বেড়ে যায়। তবে একজন মানুষ সর্ব্বোচ্চ কতোদিন বিনা গোসলে কাটাতে পারেন? বড় জোর দু’দিন? এক সপ্তাহ? ১০ দিন? অথচ ৬২ বছর বয়সী ভারতের এক ব্যক্তি টানা ২২ বছর ধরে স্নান করেননি। প্রায় দু’দশক ধরে গোসল না করেও দিব্যি আছেন ভারতের বিহারের গোপালগঞ্জ জেলার বৈকুণ্ঠপুর গ্রামের বাসিন্দা ধর্মদেব রাম!
তবে তিনি কী কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন? কারণটা শুনলে আপনিও বিস্মিত হবেন। ওই ব্যক্তি প্রতিজ্ঞা করেছেন যে, যতোদিন না মহিলাদের উপর অত্যাচার, নিরীহ পশু হত্যা ও জমি নিয়ে বিবাদ বন্ধ না হবে ততোদিন নাকি তিনি গোসল করবেন না। তার স্ত্রী ও পুত্রের মৃত্যুর সময়েও নিজের কঠোর প্রতিজ্ঞা থেকে তিনি সরেননি। ২২ বছর শরীরে পানি ছোঁয়াননি। প্রবল গরমে ঘেমেনেয়ে একশা হলেও গোসলমুখী হননি তিনি!
তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো স্নান না করেও কোনও রকম শারীরিক অসুস্থতা ধর্মদেবকে একেবারেই কাবু করতে পারেননি। তাকে দেখে ঠিক তেমনটিই মনে হয়- তিনি দিব্যিই ভালো আছেন। তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।