দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নানা ধরনের ফিচার নিয়ে হাজির হচ্ছে হোয়াটসঅ্যাব। এবার নতুন একটি ফিচার হলো এখন থেকে হোয়াটসঅ্যাপে পোস্টের স্ক্রিনশর্ট বন্ধ করা যাবে।
ব্যবহারকারীদের স্বার্থে বরাবরই নতুন নতুন ফিচার নিয়ে হাজির হয় হোয়াটসঅ্যাপ। কিছুদিন পূর্বে নতুন ফিচারের কথা জানিয়েছিল এই মেসেজিং অ্যাপটি। যার মধ্যে অত্যন্ত আকর্ষণীয় ছিলো অনলাইন স্টেটাস লুকিয়ে রাখার বিষয়টি। এরপরও একাধিক আপডেট এসেছে এই অ্যাপে। এবার আরেকটি নতুন ফিচার নিয়ে এলো ফেসবুকের মালিকানাধীন এই সংস্থাটি।
এই ফিচারটির সাহায্যে এবার স্ক্রিনশট নেওয়া থেকে বিরত রাখা যাবে অন্যদের। তবে সব মেসেজই কিন্তু নয়, কেবলমাত্র ‘ভিউ ওয়ান্স’ অর্থাৎ একবারই দেখা যায় এমন মেসেজের ক্ষেত্রেই কেবলমাত্র এটি প্রযোজ্য হবে। যদিও কবে থেকে এই সুবিধাটি পাওয়া যাবে সে সম্পর্কে এখনও কিছুই জানায়নি জনপ্রিয় মেসেজিং অ্যাপ কর্তৃপক্ষ।
নিজেদের অফিসিয়াল ব্লগে হোয়াটসঅ্যাপের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, ‘ভিউ ওয়ান্স’টি ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে। যে সব ছবি কিংবা বার্তার স্থায়ী ডিজিটাল রেকর্ড রাখতে চান না ইউজাররা সেই ক্ষেত্রে এই ধরনের মেসেজ করা যায়। এবার স্ক্রিনশট ব্লক করার ফিচার এনে সেই সুরক্ষায় নয়া মাত্রা যোগ করা হবে। তবে এই মুহূর্তে এই ফিচারটি পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে রয়েছে, তাও জানানো হয়। তবে শীঘ্রই এই ফিচার সকলের জন্য আসতে চলেছে সেই প্রতিশ্রুতিও দেওয়া হয় হোয়াটসঅ্যাপের ওই ব্লগে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।