দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনের এক আদালত সম্প্রতি একজন অবিবাহিত নারীর বিরুদ্ধে রায় দিয়েছেন। তিনি একটি হাসপাতালের বিরুদ্ধে মামলা করেন যা ওই নারীর ডিম্বাণু হিমায়িত করতে হাসপাতালটি অস্বীকার করেছিলো।
এই ঘটনাকে কেন্দ্র করে দেশটিতে লিঙ্গ সমতা নিয়ে বিতর্কের জন্ম দেয়। দ্যা ইকোনোমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, জু জাওজাও নামে ওই চীনা নারীর ডিম্বানু বেইজিং এর ক্যাপিটাল মেডিকেল ইউনিভার্সিটির প্রসূতি এবং গাইনোকোলজি হাসপাতালের একজন ডাক্তার হিমায়িত করতে অস্বীকৃতি জানান। বিষয়টি নিয়ে ২০১৮ সালে তিনি আদালতে মামলা করেন। তারপরেই ওই ঘটনাটি বিশ্বব্যাপী তোলপাড় শুরু হয়।
ইউরোপীয় টাইমস জানিয়েছে যে, এই বছরের জুলাই মাসে ওই আদালত ওই মামলার বিরুদ্ধে রায় দিয়েছেন।
চীনে অবিবাহিত পুরুষরা তাদের শুক্রাণু হিমায়িত করার অনুমতি দেওয়া হয় যাতে তারা পরবর্তীতে সন্তান ধারণ করতে সক্ষম হবেন। তবে অবিবাহিত মহিলাদের জন্য একই পরিষেবা অস্বীকার করা হয়।
ইউরোপিয়ান টাইমস আরও জানিয়েছে যে, চীনা কমিউনিস্ট পার্টি (সিসিপি) পতনশীল জনসংখ্যা নিয়ে চিন্তায় রয়েছে। একদিকে ক্রমহ্রাসমান জনসংখ্যা ফিরিয়ে আনতে চাইনিজ দম্পতিদের আরও বাচ্চা জন্ম দিতে উৎসাহিত করা হচ্ছে। অপরদিকে অবিবাহিত নারীদের ভবিষ্যতে ব্যবহারের জন্য তাদের ডিম্বানু হিমায়িত করা থেকেও নিরুৎসাহিত করা হচ্ছে।
জু আরও বলেন, আদালতের রায়টি সেই বেইজিং চিকিৎসকের বিবৃতি থেকে পৃথক নয়। জু আরও বলেছেন যে, তিনি আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা গ্রহণ করেছেন।
তিনি আরও বলেন, ‘অবশ্যই এমন একটি দিন আসবে- যখন আমরা আমাদের নিজেদের দেহের স্বাধীনতা ফিরিয়ে নেবো।’
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।