দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার চীনে দেখা দিয়েছে ভয়াবহ তাপপ্রবাহ এবং খরা। গত কিছুদিন ধরে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশে চলছিলো চরম বিদ্যুৎ সংকট।
রবিবার (২৮ আগস্ট) দেশটিতে তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াসে। এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে জার্মানি সংবাদমাধ্যম ডয়চে ভেলে।
ওই প্রতিবেদনে বলা হয়, গত ছয় দশকের মধ্যে এই অঞ্চলে সবচেয়ে তীব্র তাপপ্রবাহ চলছে। গরম থেকে বাঁচতে মানুষ দিনরাত এসি চালাচ্ছেন। যে কারণে বিদ্যুৎ সংকট দেখা দেয়। রবিবার তাপমাত্রা কিছুটা কমলেও ভয়ংকর খরা পরিস্থিতির এখনও উন্নতি হয়নি। বন্ধ হয়ে গেছে কল কারখানা, অন্ধকারে ডুবে আছে সাবওয়ে। ঘরবাড়ি ও অফিসগুলোও ডুবে থাকছে নিকট কালো আঁধারে। দীপ্তি হারিয়েছে ৮ কোটি মানুষের এই জনপদের আকাশচুম্বী অট্টালিকাগুলোও।
বিশেষজ্ঞরা বলেছেন, বিদ্যুৎ-সংকট এখনও কাটেনি। এই বিদ্যুৎ-সংকটে সবচেয়ে বড় প্রভাব পড়েছে শিল্পকারখানাগুলোতে। এর প্রভাব ধীরে ধীরে পুরো দেশেই পড়বে।
অন্য স্বাভাবিক সময় সিচুয়ান প্রদেশের জলবিদ্যুৎ পুরো চীনকেই বাঁচিয়ে রাখে। দেশটির মোট জলবিদ্যুতের ৩০ শতাংশই উৎপাদন হয় এখানে। তবে এখন সেচুয়ানে বিদ্যুৎ সংকটের কারণে অন্য অঞ্চল থেকে বিদ্যুৎ এখানে আনতে হচ্ছে। যে কারণে টয়োটা, ফক্সকন-সহ একাধিক সংস্থা বন্ধ রয়েছে বলে জানানো হয় ওই প্রতিবেদনে।
নদীতে পানি না থাকার কারণে প্রত্যক্ষভাবে খরার প্রভাব পড়েছে সিচুয়ান প্রদেশের জলবিদ্যুৎ-কেন্দ্রে। বর্তমানে প্রথমে ছোট এবং মাঝারি সংস্থাকে বিদ্যুৎ দেওয়া হচ্ছে। এরপর বড় সংস্থাকে দেওয়া হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।