দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এ সপ্তাহে আর্জেন্টিনার উত্তর-পশ্চিমাঞ্চলীয় তুকুমান প্রদেশের একটি ক্লিনিকে চারজন লোক মারা যায়। তবে সেই সময় তাদের মৃত্যুর কারণ জানাতে পারেনি দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা।
৩ সেপ্টেম্বর তাদের পক্ষ থেকে জানানো হয়, ফুসফুসের অপেক্ষাকৃত বিরল ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে এমন মৃত্যুর ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই তথ্য দিয়েছে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী কার্লা ভিজোট্টি সাংবাদিকদের বলেছেন, এই চারজনের মধ্যে লিজিওনারিসকে ডাবল নিউমোনিয়ার (ফুসফুসে উভয় অংশ সংক্রমিত হয়) অন্তর্নিহিত কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে, এরা উচ্চ জ্বর, শরীরে ব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন।
সান মিগুয়েল ডি টুকুমান শহরের একটি ক্লিনিকে গত সোমবার থেকে এই চারজনের মৃত্যু ঘটে। সর্বশেষ, শনিবার সকালে অন্তর্নিহিত স্বাস্থ্য সমস্যাসহ ৪৮ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু ঘটে। ৭০ বছর বয়সী নারী যিনি ক্লিনিকে অস্ত্রোপচার করেন তিনিও এই নিউমোনিয়ায় মারা যান।
প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন যে, আরও ৭টি লক্ষণীয় সংক্রমণ শনাক্ত করা হয়, সবগুলোই একই প্রতিষ্ঠানের ও প্রায় সকলেই ক্লিনিকের কর্মী।
শনিবার (৩ সেপ্টেম্বর) প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী লুইস মেদিনা রুইজ বলেছেন, এই ৭ জনের মধ্যে ‘চারজন হাসপাতালে ভর্তি রয়েছেন, তাদের মধ্যে আবার ৩ জনকে শ্বাসযন্ত্রের সহায়তা দেওয়া হচ্ছে। ৩ জন কম জটিল ক্লিনিক্যাল লক্ষণসহ বাড়িতেই নজরদারিতে রয়েছেন।’
মার্কিন শহর ফিলাডেলফিয়ায় আমেরিকান লেজিওন ভেটেরান্স গ্রুপের ১৯৭৬ সালের সভায় প্রথম দেখা দেয়। এই রোগটি দূষিত পানি কিংবা অপরিষ্কার শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার সঙ্গে যুক্ত।
যখন টুকুমানে প্রাদুর্ভাব প্রথম শনাক্ত করা হয়, তখন চিকিৎসকরা কোভিড -১৯, ফ্লু ও হান্টাভাইরাসের জন্য আক্রান্তদের পরীক্ষা করেন, এতে তারা এই ধরণের রোগের ধারণা একেবারেই বাতিল করে দেন।
পরে এই নমুনাগুলো বুয়েন্স আয়ার্সের মর্যাদাপূর্ণ মালব্রান ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে পরীক্ষায় এটিকে ‘লিজিওনারিস’ রোগ নির্দেশ করেছে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।