দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গরুর পালে লুকিয়ে রয়েছে একটি বাঘ! ৫ সেকেন্ডের মধ্যে তা খুঁজে বের করতে পারেননি অনেকেই, আপনি কী পারবেন?
ঈশপের গল্পে মিথ্যেবাদী রাখাল এবং বাঘের গল্প নিশ্চয়ই মনে রয়েছে অনেকের? মজা করে গরুর পালে বাঘ এসে রব তুলে কেমন বিপদের মুখোমুখি হয়েছিল! তবে সম্প্রতি যে অপটিক্যাল ইলিউশনটি ভাইরাল হয়েছে সেটি অবশ্য এমন মিথ্যের রব-এ তৈরি হয়নি। বরংচ এই মজার ছবিটি বানানো হয়েছে এমনভাবে, যেখানে একপাল গরুর মধ্যে লুকিয়ে রয়েছে একটি বাঘ!
তবে সেখানেই মজা। সেই বাঘটিকে খুঁজে পেতে রীতিমত হিমশিম খেতে হয়েছে। মনস্তত্ত্ব বিজ্ঞান জানায় যে, আপনি প্রথমে যা দেখেন তার উপরই নির্ভর করে আপনার মন মানসিকতা, বা আপনার মস্তিষ্ক কীভাবে কাজ করছে সেটি। অনেক সময়ই হয় বেশ কিছু দৃষ্টিভ্রম করা ছবি দেখে আপনার কি ভাবনা চিন্তা রয়েছে তার প্রতিফলনও হয়ে উঠতে পারে। এই অপটিক্যাল ইলিউশন তৈরি করা ছবিটি আসলে আপনার মস্তিষ্ককে বিভ্রান্ত করার জন্যই ডিজাইন করা হয়েছে। কারণ হলো আপনি এমন কিছু দেখতে পারেন যা অন্যরা হয়তো দেখেনই না। বা আপনি প্রথমে যা দেখেন তা আপনার সম্পর্কে অনেক কিছুই প্রকাশ করতে পারে।
এক ব্যক্তি একটি চিত্রে কিছু দেখতে পারেন, অন্য ব্যক্তি হয়তো অন্য কিছু দেখতে পারে। তবে এর মধ্যেদিয়ে আপনার চরিত্রের নানা দিক প্রকাশ পায়। এই দৃষ্টিভ্রম আপনার ব্যক্তিত্বের বৈশিষ্ট্য সম্পর্কে অনেক কিছুই প্রকাশ করতে পারে বলেই মত দিয়েছেন বিশেষজ্ঞরা।
এই ছবিতে দেখা যাচ্ছে যে, একটি রৌদ্রোজ্জ্বল দিনে মাটিতে ঘুরে বেড়াচ্ছে বিশাল একটি গরুর পাল। একটি বাঘ লুকিয়ে রয়েছে এখানেই। সোশাল মিডিয়ায় এই ছবিটি দিয়ে চ্যালেঞ্জওজানিয়েছেন অনেকেই। ৫ সেকেন্ডের মধ্যে গরুর পাল থেকে বাঘ খুঁজে পেতে বেগ পেতে হয় অনেককেই।
ছবিটি দেখতে এক রকম হলেও সেখানেই লুকিয়ে রয়েছে একাধিক জিনিস। কখনও এক মানুষের মুখের মধ্যে লুকিয়ে থাকে আরও নানা মানুষের মুখ। কখনওবা এক প্রাণীর মধ্যে লুকিয়ে থাকে আরও কয়েকটি প্রাণীর প্রতিচ্ছবি। তবে সেগুলো খুঁজে বের করাটাই সত্যিই মজার একটি বিষয়। আর মজা করার জন্যই ছবিটিতে গরুর পালের সঙ্গে বাঘটি দেখানো হয়েছে। তথ্যসূত্র: এবিপি আনন্দ।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।