দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময় ছোট-বড় সকলের হাতেই স্মার্টফোন। প্রয়োজনে বা অপ্রয়োজনে সব সময় মোবাইল ব্যবহারের কারণে অনেকের স্মার্টফোনটি গরম হয়ে যায়। এমন অবস্থায় কী করবেন?
মোবাইল ফোন গরম হয়ে যাওয়ার সমস্যার সম্মুখীন হতে হয় কম বেশি সকলকেই। কেও কেও আবার তড়িঘড়ি ফোন ঠাণ্ডা করতে ঢুকিয়ে দেন রেফ্রিজারেটরে! আপনি কী জানেন কোন পদ্ধতিতে খুব সহজেই ঠাণ্ডা হবে মোবাইল ফোন? আজ জেনে নিন বিষয়টি।
রোদ থেকে সাবধান
এক রিপোর্ট অনুযায়ী দেখা যায়, যে কোনও মোবাইল ফোনই সরাসরি সূর্যের তাপ শুষে নেয়। সেইসঙ্গে সকালে রোদে ব্যবহারের সময় ন্মার্টফোনে ব্রাইটনেস বাড়িয়ে নেওয়া হয়। যে কারণে ব্যাটারি বেশি ব্যয় হয়। তাই গরম হয়ে যায় ফোন। তাই ফোন যতোটা সম্ভব রোদে ব্যবহার না করাই ভালো। তাতে সমস্যা খানিকটা হলেও কমে যাবে।
তুলনামূলক কম ব্যবহার
যতো ব্যবহার করা হবে ততোই গরম হয়ে যাওয়ার সম্ভবনাও থাকে অনেক বেশি। সেই সঙ্গে ভিডিওর কারণেও অনেক ক্ষেত্রে মোবাইল গরম হয়ে যায়। সেই সঙ্গে একসাথে ব্লু-টুথ এবং হটস্পট ব্যবহারও হিট হওয়ার কারণ। তাই এইসব ক্ষেত্রে কিছুক্ষণের জন্য ব্লু-টুথ ও হটস্পট বন্ধ করে আপনার ফোনটি সুইচ অফ করে রাখুন।
কেস অর্থাৎ কভার খুলে রাখুন
ফোনের সুরক্ষার জন্যও কভার অত্যন্ত প্রয়োজন। তাই প্রায় সকলেই কভার ব্যবহার করে থাকেন। তবে অতিরিক্ত গরম হয়ে যাওয়ার একটা কারণ হলো এই কভার। তাই ফোন অতিরিক্ত গরম হয়ে গেলে কিছুক্ষণের জন্য খুলে রাখুন আপনার ফোনের কভার।
লো পাওয়ার মোড
এক রিপোর্ট বলছে, লো পাওয়ার মোড অন করলেও অনেক সময় গরম কম হয়। কারণ সেক্ষেত্রে বেশ কিছু ফিচারও রেস্ট্রিক্টেড থাকে। তথ্যসূত্র : সংবাদ প্রতিদিন।
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।
This post was last modified on সেপ্টেম্বর ১৩, ২০২২ 11:46 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া নিয়ে এবার আশার আলো দেখছেন তুরস্কের প্রেসিডেন্ট…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পেট্রোল পাম্পের মধ্যে আগুন জ্বালানো নিষেধ থাকে সেটি আমাদের সকলেরই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২১ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পুষ্টিবিদরা বলেন, খালি পেটে পেঁপে খাওয়া মোটেও ভালো নয়। এতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের পানির নিচে থাকা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন বছরের শুরুতেই সিনেমাপ্রেমীরা হিসাব কষতে বসেন, নতুন বছরে প্রিয়…