দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গাজীপুরে পুলিশ লাইনে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কৌতুক অভিনেতা আবু হেনা রনির চিকিৎসায় ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন গঠিত হয়েছে।
বোর্ড গঠনের জন্য বার্ন ইউনিটের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কালামকে বোর্ডের প্রধান করা হয়েছে। এছাড়াও বোর্ডে ডা. সামন্ত লাল সেন ছাড়াও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রিসপেরেটরি মেডিসিন ও হেমাটোলজি বিভাগের ২ জন চিকিৎসকও রয়েছেন।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন এই তথ্য সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, কোভিড টেস্টে রনির নেগেটিভ ফলাফল এসেছে। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তার রক্ত পরীক্ষায় প্লাটিলেট কম দেখা যায়। রিপোর্টগুলো আজ (রবিবার) বোর্ডের সভায় পর্যবেক্ষণ করা হবে। তাকে বর্তমানে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে।
উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোণের ঘটনা ঘটে। এতে রনিসহ ৫ জন দগ্ধ ও আহত হন। দ্রুত রনি এবং পুলিশ সদস্য জিল্লুরকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এর মধ্যে রনির অবস্থা বেশি খারাপ বলে চিকিৎসকরা জানিয়েছিল। তার শ্বাসনালীর ২৫ শতাংশই পুড়ে গেছে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।