দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে বাসে-ট্রেনে উঠলেই পকেটমারের খপ্পড়ে পড়তে হয় অনেককেই। এমনই এক ঘটনা ঘটেছে ভারতে। ট্রেনের জানালা দিয়ে চুরির চেষ্টা করার পর হাতে নাতে ধরে শাস্তি হিসেবে ১০ কিলোমিটার ট্রেনের জানালায় ঝুলিয়ে রাখা হয় এক ব্যক্তিকে!
ডিজিটাল জামানায় ছিনতাইকারীদের মূল লক্ষ্যই থাকে মোবাইল ফোনের দিকে। প্রতিদিন সারাদেশে অসংখ্য মোবাইল চুরির ঘটনা ঘটে থাকে। তবে ভারতের বিহারে সম্প্রতি এক মোবাইল চোরের ভাগ্যে যা ঘটেছে তা দেখলে অন্য চোররাও যেনো শিউরে উঠবে সেটি নিশ্চিত।
শুধু চোরই নয়, নেট ভুবনে অনেকেই আঁতকে উঠেছেন এমন একটি দৃশ্য দেখে। কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওয় দেখা গেছে ট্রেনের জানালা ধরে ঝুলছেন এক ব্যক্তি। সে আর কেও নন, চোর। তার হাত ধরে রেখেছেন যাত্রীরা। ওই ভাবে ঝুলতে ঝুলতেই বেগুসরাই স্টেশন থেকে খাগারিয়া স্টেশন, ১০ কিলোমিটার পথ পেরিয়ে গেছে সে! যা দেখে প্রশ্ন উঠেছে, চুরি করা আইনত দণ্ডনীয় অপরাধ হলেও তাকে এমনিভাবে ‘বিপদে’ ফেলার অধিকারও তো নেই সাধারণ কোনো মানুষের। কারণ পুলিশ আছে কী কারণে?
কী দেখা যাচ্ছে ভিডিওতে? বেগুসরাই থেকে খাগারিয়াগামী ওই ট্রেনের এক যাত্রীর মোবাইল জাোলা দিয়ে ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টার করেছিলো তস্কর চূড়ামণি। সাহেবপুর কামাল স্টেশনে ওই ঘটনাটি ঘটে। সঙ্গে সঙ্গে তার হাত ধরে ফেলেন ওই কামরার যাত্রীরা। তারপর চলতে শুরু করে ট্রেন। ওইভাবেই ঝুলে থাকে চোর। ভিডিওয় দেখা যায়, কীভাবে জানালা থেকে ঝুলে রয়েছে ওই চোর। তার হাত না ছাড়তে কাকুতি মিনতি করছে সে। কেনোনা সে জানে, একবার হাত ফসকে গেলেই মৃত্যু বা গুরুতর জখম হওয়া নিশ্চিত।
শেষ পর্যন্ত কী হলো তার? জানা যায়, খাগারিয়া স্টেশন পর্যন্ত তাকে ধরে রেখেছিলেন যাত্রীরা। তবে ট্রেন স্টেশনে থামতেই সে দৌড়ে পালিয়ে যায় সে। এমনই দাবি স্থানীয় সংবাদমাধ্যমগুলোর। তাকে পুলিশ শেষ পর্যন্ত ধরতে পেরেছে কিনা তা অবশ্য জানা যায়নি। তথ্যসূত্র : সংবাদ প্রতিদিন।
দেখুন ভিডিওটি
https://www.youtube.com/watch?v=oaO0HxsmswY
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।