দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নিরাপত্তা না থাকার কারণে লেবাননের ব্যাংকগুলো ‘অনির্দিষ্টকালের জন্য’ বন্ধ থাকবে বলে জানিয়েছে দেশটির ব্যাংক এসোসিয়েশন।
লেবাননে গত সপ্তাহে বেশ কয়েকটি ব্যাংকে কয়েকজন গ্রাহক আটকে থাকা সঞ্চয়ের অর্থ তোলার জন্য নানাভাবে ঘেরাও করে। সেই প্রেক্ষাপটে লেবাননের ব্যাংক এসোসিয়েশন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
ব্যাংক এসোসিয়েশন বলছে যে, তাদের কর্মীরা ঝুঁকির মধ্যে রয়েছেন। এই ঝুঁকি কমানোর জন্য সরকারের পক্ষ থেকে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। গত সপ্তাহে ৩দিন ব্যাংক বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে আবার ব্যাংক খোলার কথা ছিল।
গত সপ্তাহে এক নারী খেলনার পিস্তল নিয়ে একটি ব্যাংকের ভেতরে গিয়ে অবস্থান গ্রহণ করে। সেখানে গিয়ে তিনি ব্যাংকে গচ্ছিত তার সঞ্চয়ের অর্থ তুলে নিতে চান। কারণ তার পরিবারের একজন সদস্য হাসপাতালে ছিলেন ও তিনি হাসপাতালের বিল পরিশোধ করতেও পারছিলেন না।
সঞ্চয়ের টাকা তোলার জন্য এই ধরণের ঘটনা আরও একাধিকবার ঘটেছে। গত শুক্রবার একদিনেই এই ধরণের ৫টি ঘটনা ঘটেছে। লেবানন বর্তমানে চরম আর্থিক সংকটের ভেতর দিয়ে যাচ্ছে। দেশটির ৮০ শতাংশ মানুষ খাদ্য ও ঔষধ কেনার জন্য সংগ্রাম করে চলেছে।
সেখানে মানুষজন তাদের সঞ্চয়ের অর্থ ফেরত পাবার জন্য যেভাবে ব্যাংকের ভেতরে গিয়ে অবস্থান গ্রহণ করছে, সেটি সমর্থন করছে সাধারণ মানুষও। ব্যাপক হতাশা ও ক্ষোভ থেকে সাধারণ মানুষ এইসব কাজ করছে বলে মনে করা হচ্ছে।
এইসব মানুষ আগে কখনও অপরাধ করেনি ও ব্যাংক থেকে অর্থ তুলতে না পারার কারণে তারা বিভিন্ন ধরনের বিল পরিশোধ করতে পারছেন না। ২০১৯ সাল থেকে ব্যাংকগুলো ডলার উত্তোলনের ক্ষেত্রেও সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দিয়েছে। কারণ তখন থেকেই লেবাননের মুদ্রা পাউন্ডের ব্যাপক দরপতন শুরু হয়। জিনিসপত্রের দাম ব্যাপকহারে বেড়ে যায়।
গত অগাস্ট মাসেও এক ব্যক্তি অস্ত্র নিয়ে একটি ব্যাংকের ভেতরে অবস্থান নেন ও তার সঞ্চয়ের টাকা দাবি করেন। এক পর্যায়ে ব্যাংক কর্তৃপক্ষ তার টাকা দিতে বাধ্য হয়। তারপর তিনি নিজের সঞ্চয়ের ৩৫ হাজার পাউন্ড নিয়ে বেরিয়ে আসেন। সেই ঘটনা অনেকের দৃষ্টি যেমন আকর্ষণ করে, তেমনি জনসমর্থনও পায়। তার বিরুদ্ধে কোনো মামলাও করা হয়নি। -বিবিসি।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।